বৃষ্টি নেই, শুষ্ক আবহাওয়ায় জোরালো হচ্ছে শীতের অনুভূতি। সকাল রাতে কুয়াশায় দৃশ্যমানতা কমছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather update)। পারদ পতন অব্যাহত। রবিবার ১৯ ডিগ্রির নীচে নামতে পারে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature)। সূর্য ডুবতেই হালকা ঠাণ্ডা হাওয়ায় শিরশিরে অনুভূতি শুরু। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে রবিবাসরীয় রাজ্য জুড়ে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের আমেজ (Winter)। আগামী সপ্তাহ জুড়ে এই স্পেল বজায় থাকবে। দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট থাকবে। উত্তরেও পরিষ্কার আকাশে আরও কমবে তাপমাত্রা।

এক নজরে জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা:

* কলকাতা – ১৯ ডিগ্রি
* দমদম – ১৭.২ ডিগ্রি
* হাওড়া – ১৭ ডিগ্রি
* দিঘা – ১৭.৮ ডিগ্রি
* পুরুলিয়া – ১৩ ডিগ্রি
* বীরভূম – ১৪ ডিগ্রি
* বর্ধমান – ১৬ ডিগ্রি
* শ্রীনিকেতন – ১৩.৬ ডিগ্রি
* দার্জিলিং – ৯.৪ ডিগ্রি
