Friday, November 14, 2025

রাজ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ! তথ্য-প্রযুক্তিতে লগ্নি দুই ব্রিটিশ সংস্থার

Date:

রাজ্যে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে খুলে যাচ্ছে বিদেশি লগ্নির দুয়ার। বিগত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কাজ করেছে, সেই উন্নয়নের ধারায় পশ্চিমবঙ্গে লগ্নির ঝুলি নিয়ে পা রাখছে দুই ব্রিটিশ তথ্য-প্রযুক্তি সংস্থা। রাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে সেই মর্মে বৈঠক হয় সোমবার। রাজ্যের তথ্য-প্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্র ঘুরে দেখেছেন ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্যরা। তাঁরা বাংলায় লগ্নিতে আগ্রহী বলে জানিয়েছেন।

সোমবার রাজ্যে এসেছেন ব্রিটেনের ১৭ জনের একটি প্রতিনিধি দল। তাঁরা মঙ্গলবারও ঘুরে দেখেন বাংলার শিল্প পরিবেশ। এই প্রতিনিধি দলে রয়েছেন লগ্নিতে আগ্রহী দু’টি সংস্থার কর্তারাও। কলকাতার ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং জানান, রেডক ও প্রেফারি নামে দুই সংস্থা বাংলায় লগ্নির সিদ্ধান্ত নিয়েছে। এই লগ্নির ফলে রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে প্রত্যক্ষ ছয় শতাধিক কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এই সংস্থাগুলি। রাজ্যের কাজ দেখে ব্রিটিশ শিল্পপতি তথা লগ্নিকারীরা খুশি। রাজ্যের তরফে সমস্তরকমের সহযোগিতা করা হবে। রাজ্যে শিল্প পরিকাঠামো এখন অনেক উন্নত। এক জানালা সিস্টেমে কাজ হয়। বাংলায় রয়েছে দক্ষ কর্মী, কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার প্রবণতা এখানে কম। ফলে অনুকূল পরিবেশে তাঁরা লগ্নি করতে আগ্রহী হয়েছে। বাবুল আরও জানান, ব্রিটিশ প্রতিনিধি দলটি সোমবার সিলিকন ভ্যালি, ব্রিটিশ টেলিকম ও টিসিএসের ক্যাম্পাস ঘুরে দেখে। বিনিয়োগে ইচ্ছুক রেডকের প্রতিনিধি সূর্যপ্রতিম মুখোপাধ্যায় বলেন, জানুয়ারি থেকে কলকাতার দফতর চালু করছি আমরা। আগামী বছর জুনের মধ্যে ৫৬০-৫৮০ জন কর্মী নিয়োগ হবে। প্রেফারির জিএম সৌরভ সেনগুপ্ত বলেন, আমরা কলকাতার দফতর চালু করব নতুন বছরেই। ৪০-৪৫ জন কর্মী নিয়োগ করা হবে সেখানে। পরে সংখ্যাটা আরও বাড়ানো হবে।

আরও পড়ুন- ভাঁওতার রাজনীতি বিজেপির, কেন্দ্রীয় প্রকল্পের টোপ দেখিয়ে সদস্যপদ নেওয়ার আহ্বান

 

Related articles

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...
Exit mobile version