Thursday, January 22, 2026

দৃষ্টিহীনদের টি–টোয়েন্টি বিশ্বকাপেও যাওয়ার অনুমতি মিলল না, হতাশ ক্রিকেটাররা

Date:

Share post:

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রোহিত–কোহলি–বুমরাদের পাকিস্তানে পাঠানো হবে না, তা দিন কয়েক আগেই জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। এরপর ভারত কাবাডি দলের পাকিস্তান সফরও আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার এসেছে আরও আরেকটি খবর। দৃষ্টিহীনদের টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক পাকিস্তান হওয়ায় টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারত।

জাতীয় ক্রিকেট দল ও কাবাডি দলকে পাকিস্তানে যেতে না দেওয়ার ক্ষেত্রে ভারত সরকার যে কারণ সামনে এনেছে, দৃষ্টিহীন ক্রিকেট দলের ক্ষেত্রেও সেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে হতে চলেছে দৃষ্টিহীনদের টি–টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নিতে বুধবার পাঞ্জাবের আটারি–ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের। কিন্তু সরকার অনুমতি না দেওয়ায় খেলা হচ্ছে না তাদের। বিশ্বকাপে খেলতে না পারাকে হৃদয়‌ বিদারক মনে হচ্ছে ভারত দৃষ্টিহীন ক্রিকেট দলের অধিনায়ক দুর্গা রাও টোম্পাকির।তিনি বলেছেন, আমরা আবেগ দিয়ে খেলি এবং বিশাল গর্ব নিয়ে দেশের প্রতিনিধিত্ব করি।আমরা সব সময় বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে মুখিয়ে থাকি। এই সুযোগ হাতছাড়া হওয়া হৃদয় বিদারক। যা–ই হোক, সামনে আরেকটি বিশ্বকাপ আছে। তাই আমরা অনুশীলন ও প্রস্তুতি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, পাকিস্তানে টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দিল্লিতে অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছিল ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবিআই)। ক্যাম্পে ২৫ ক্রিকেটারকে ডাকা হয়েছিল। সেখান থেকে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়ার কথা ছিল।
শেষ মুহূর্তে ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া আটকে গেলেও সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছে সিএবিআই। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এটা দলের জন্য অনেক বড় ধাক্কা হলেও সরকারের উদ্বেগ এবং এর জন্য নেওয়া সিদ্ধান্তকে আমরা পুরোপুরি সম্মান জানাই।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

‘শাহরুখের কাকু বলিনি’, AI-র ঘাড়ে দোষ চাপালেন হান্দে!

বিতর্কের মুখে পড়ে অবশেষে মুখ খুললেন তুরস্কের অভিনেত্রী। শাহরুখ খানকে (Shahrukh Khan) 'কাকু' সম্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ার চর্চায়...

লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠক অভিষেকের 

আজ নয়, শনিবার লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

গ্রিনল্যান্ড নিয়ে শীঘ্রই চুক্তি! ‘আনন্দে’ ইউরোপীয় দেশগুলির উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

গ্রিনল্যান্ড ইস্যুতে সম্প্রতি ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক...

বৃহস্পতিতে বেপাত্তা শীত! সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে উধাও শীতের (Winter Spell) দাপুটে ইনিংস। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে,...