বেশ চলছিল কয়েকদিন ধরে, হঠাৎ করেই ভোলবদল। শীতের মরশুমে জেলায় জেলায় পারদ পতনের আমেজ উপভোগ করতে না করতেই আচমকাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা! আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতির সকাল থেকে ঠান্ডা অনুভূতি উধাও। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় আবহাওয়া পাল্টি খেয়েছে বলে মনে করছে হাওয়া অফিস (Weather Department)।

আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন মধ্য ডিসেম্বরের আগে কিছুতেই জাঁকিয়ে শীত পড়বে না। যদিও নভেম্বরে ঠান্ডার স্পেল শুরু হতেই খুশি হয়েছিল দক্ষিণবঙ্গবাসী। কিন্তু সেই সুখ স্থায়ী হলো না। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মৌসম ভবন (IMD) জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও ইঙ্গিত রয়েছে। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাবে শীত ধাক্কা খাবে এমনটা মনে করছে না হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি কুয়াশা থাকবে। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে।
