Monday, November 3, 2025

আলু- পিঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যসচিব

Date:

Share post:

আলু-পিঁয়াজের দামে (Potato, Onion price hike) আগুন, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্ন থেকে কড়া বার্তা দেওয়ার পর আজ শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। বাজারদর নিয়ন্ত্রণে আলু রফতানিতে রাশ টানার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে রফতানি রুখতে সীমান্ত সিল করা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। এরপরই আজ আলু ব্যবসায়ী, টাস্ক ফোর্সের প্রতিনিধিরা, খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে দুপুর ২টো নাগাদ বৈঠক করবেন মুখ্যসচিব। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

আলু, পিঁয়াজের দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। বাংলার মানুষ বেশি দামে আলু কিনছেন, আর মুনাফার জন্য তা রফতানি করা হচ্ছে। এই বিষয় নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের বৈঠকে এই নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “আমি তো বাংলা থেকে আলু ছাড়ছিলামও। কিন্তু কী বলেছিলাম? বাংলার প্রয়োজন মিটিয়ে বিক্রি করুন, আমার তাতে কোনও আপত্তি নেই। কিন্তু কী দেখলাম? বাংলায় আলুর দাম বাড়িয়ে ভিন রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটার চেষ্টা! এটা তো বরদাস্ত করব না।” মুখ্যমন্ত্রী জানান, আলু উৎপাদনে বাংলা স্বনির্ভর। তা সত্ত্বেও কেন এ রাজ্যের মানুষকে কেন বাড়তি দাম দিয়ে আলু কিনে খেতে হবে? প্রশ্ন তোলেন মমতা। একই সঙ্গে বাংলায় উৎপাদিত পিঁয়াজে রফতানি নিয়ে সতর্কও করেন তিনি। এরপর শুক্রবার সকাল সকাল বাজারে হানা দেন টাস্ক আধিকারিকরা।

spot_img

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...