Monday, November 17, 2025

ঘাটাল শিশু উৎসব: অসন্তোষ সামলাতে ‘দায়িত্বশীল’ দেবের উপর ভরসা দলের

Date:

ঘাটাল শিশু উৎসব নিয়ে সাংসদ দেবের (Dev) সামনেই হাতাহাতিতে জড়ান আয়োজকরা। পরিস্থিতি সামলে দেবের দাবি ঘটনাটি দুঃখজনক। তবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা কাটিয়ে উঠে মেলা হবে বলেই দাবি করেন দেব। ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তৃণমূলের উচ্চ নেতৃত্ব। তবে এই ঘটনার রেশ কাটিয়ে ওঠার ক্ষমতা দেবের রয়েছে বলেই দাবি রাজ্যের শাসকদলের।

প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই ঘাটাল শিশুমেলা (Ghatal Sishumela) নিয়ে আগেই কমিটি তৈরি করেছিলেন। সাংসদ দেবের অনুমতি নিয়েই সেই কমিটি তৈরি হলেও একাংশের তৃণমূল কর্মীদের সেই কমিটি নিয়ে অসন্তোষ ছিল। রবিবার দেব (Dev) সেই অশান্তি বন্ধ করতে আলোচনায় গেলে তাঁকে ঘিরেই ক্ষোভ দেখাতে থাকেন একাংশের কর্মীরা। শেষ পর্যন্ত সেই অশান্তি হাতাহাতি ও চেয়ার ভাঙার দিকে গড়ায়। দেব ও শঙ্কর দলুই তাঁদের শান্ত করার চেষ্টা করলেও আহত হন বেশ কয়েকজন। বৈঠক না করেই বেরিয়ে যান দেব।

রবিবারের ঘটনা নিয়ে দেবের (Dev) দাবি, “আজকের ঘটনা দুঃখজনক। আমার বিশ্বাস এটা আমরা কাটিয়ে উঠব। শান্তি বজায় রাখার জন্য যা করার করব। কারো সঙ্গে রাগ অভিমান নেই। শান্তি বজায় রাখার জন্য যাকে যাতে বলার প্রয়োজন জানিয়েছি।”

এই ঘটনার পরে জেলা সভাপতির কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে দলের পক্ষ থেকে মোটেও এই ঘটনাকে কোনও বড় ঘটনা বলে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “অতি উৎসাহে হয় অনেক সময় এরকম। তৃণমূলের উৎসবে কাজ করার জন্য অনেকেই উৎসাহিত। ফলে বাসনে ঠোকাঠুকি লাগতে পারে। দেব যথেষ্ট দায়িত্বশীল, ও নিশ্চয়ই সামলে নেবে।”

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version