Wednesday, November 12, 2025

শান্তিপূর্ণ আন্দোলন চালাবেন: জামিন না পেয়ে বার্তা বাংলাদেশের চিন্ময় প্রভুর

Date:

আশঙ্কা সত্যি করে জামিন পেলেন না বাংলাদেশের সংখ্যালঘু সমন্বয়ের অন্যতম কারিগর চিন্ময় প্রভু (Chinmay Prabhu)। কিন্তু জেলের বাইরে তিনি না থাকলেও সংখ্যালঘু সনাতনীদের আন্দোলন যাতে না থামে তার বার্তাও তিনি প্রিজন ভ্যান (prison van) থেকেই দিলেন। তবে সনাতনীদের আন্দোলন যাতে শান্তিপূর্ণ সহাবস্থানে বাধা না তৈরি করে, তারও নির্দেশ দিলেন অনুগামীদের। মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম জেলা আদালতে (Chattagram district court) পেশ করা হলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেনি।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে সোমবার ঢাকার (Dhaka) শাহ জালাল বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয় চিন্ময় প্রভুকে। এরপরই বাংলাদেশের একাধিক এলাকায় শুরু হয় বিক্ষোভ। চট্টগ্রামে (Chattagram) চিন্ময়ের মুক্তির দাবিতে রাত জেগে বিক্ষোভ দেখান সনাতনী ধর্মাবলম্বী ও চিন্ময়ের অনুগামীরা। অভিযোগ সেই আন্দোলনেও হামলা চালায় একদল দুষ্কৃতী। অহত হন বহু প্রতিবাদী। তবে এই হামলা ঠেকাতে বাংলাদেশ প্রশাসনের তরফে কোনও উদ্যোগ দেখা যায়নি। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুকে পেশ করা হলে ৫১ জন আইনজীবী তাঁর জামিনের পক্ষে সওয়াল করেন। অনুগামীরা আদালত চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন। প্রিজন ভ্যানের সামনে শুয়ে আটকানোরও চেষ্টা করেন তাঁরা।

চিন্ময়ের জামিন না হওয়ায় বাংলাদেশে বিক্ষোভ আন্দোলন প্রবল আকার ধারণ করতে চলেছে, আন্দাজ করেই অনুগামীদের সংযত হওয়ার বার্তা দেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের যে কোনও পরিবর্তনে সনাতন ধর্মাবলম্বীরাও যে অংশীদার তা স্পষ্ট করে দেন তিনি। মঙ্গলবার প্রিজন ভ্যান থেকে চিন্ময়ের বার্তা, “আমরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে নই। ৫ অগাস্টের অভ্যুত্থানে (mass movement) যে রাষ্ট্রের নির্মাণের আশা করা হয়েছে আমরা সনাতনীরা তার অংশীদার। পরিস্থিতি অস্থিতিশীল হয় ও শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয় এরকম কিছু করব না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন।”

মূলত চট্টগ্রাম রংপুর এলাকা থেকে সংখ্যালঘু বিশেষত সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচারের প্রতিবাদে যে আন্দোলন শুরু করেছিলেন তার আঁচ ছড়িয়েছে ঢাকা শহরেও। এই আন্দোলনের প্রথম সারির নেতা চিন্ময় প্রভু। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে বাংলাদেশ সরকার। ফলে অনুগামীদের আন্দোলন চালিয়ে যাওয়ার পথ থেকেও সরে না আসার আহ্বান জানান তিনি। তাঁর আবেদন, “আট দফা দাবি মৌলিক দাবি, অযৌক্তিক দাবি নয়। এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন। দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা ও পরস্পরের সৌহার্দ্রপূর্ণ অবস্থান – এটাকে গুরুত্ব প্রদান করবেন।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version