Sunday, August 24, 2025

পকসো মামলায় বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ হেফাজত বিকাশের

Date:

Share post:

কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রের অনুপস্থিতির কারণে চার্জ গঠন হল না। অনুপ মাঝি ওরফে লালা-সহ ৪৮ জন অভিযুক্ত সশরীরে হাজির থাকলেও হল না চার্জগঠন। ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বিকাশ মিশ্রকে ভার্চুয়াল হাজিরার নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এদিকে পকসো মামলায় বিকাশ মিশ্রের ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। পকসো মামলায় পুলিশ হেফাজত হওয়ায় হল না ভার্চুয়ালি হাজিরা। গতকাল পকসো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। আসানসোল সিবিআই আদালত থেকে বিকাশের ভার্চুয়াল হাজিরার জন্য প্রেসিডেন্সি জেলে মেল করা হয়।

প্রসঙ্গত, কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে পকসো মামলায় গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তার জেরে আসানসোল আদালতে হল না সিবিআইয়ের মামলায় চার্জ গঠন। যার জেরে বিরোধীরা প্রশ্ন তুলছে, চার্জ গঠন আটকাতেই কি হঠাৎ এই গ্রেফতারি? যদিও, তৃণমূলের পাল্টা দাবি, কোনওকিছু আটকানোর জন্য কিছু করা হয়নি।

কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর ‘পকসো’ মামলায় গ্রেফতারি। আদালতে পুলিশ হেফাজতের নির্দেশ। এবং তার জেরে কয়লাপাচারকাণ্ডে CBI-এর মামলায় চার্জ গঠন আটকে যাওয়া। এই ঘটনাক্রম রাজ্য রাজনীতিতে উস্কে দিল নতুন বিতর্ক।আলিপুর জাজেস কোর্টে পেশ করা হলে তাঁকে বৃহস্পতিবার অবধি পুলিশ হেফাজতে পাঠান বিচারক।এদিকে আসানসোল আদালতে, কয়লা পাচার মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলে আইনজীবী জানান, বিকাশ মিশ্রকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। সূত্রের দাবি, বিকাশ মিশ্রকে যাতে ভার্চুয়ালি পেশ করা যায়, সে জন্য একটি ইমেল করেন বিচারক। এরপর দুপুর একটায় তিনি ফের শুনানিতে বসলেও, তখনও ই-মেলের কোনও জবাব আসেনি।

আলিপুর আদালত বিকাশ মিশ্রকে পকসো মামলায় বৃহস্পতিবার অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।এর জেরে আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে CBI-এর মামলায় আর চার্জগঠন আর সম্ভব হয়নি। ২০২২ সালে, দীর্ঘ টানাপোড়েনের পর, কেন্দ্রীয় এজেন্সি ED যখন কোর্ট থেকে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র আদায় করে ফেলেছে, তখনই আচমকা আসে নতুন ট্য়ুইস্ট! শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূলকর্মী ঠিক সেই সময়ই অভিযোগ দায়ের করেন, যে এক বছর আগে তাঁকে খুনের চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই মামলায় অনুব্রত মণ্ডলকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় দুবরাজপুর আদালত। যার জেরে ইডি কিছুদিন অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে যেতে পারেনি। এবার কয়লা পাচারকাণ্ডে CBI-এর মামলায়, বিকাশ মিশ্রর বিরুদ্ধে চার্জ গঠনের ঠিক আগে, পকসো মামলায় তাকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। আদালত এই মামলায় পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ায় আপাতত আটকে গিয়েছে চার্জ গঠন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...