বিধানসভা উপনির্বাচনের পরে এবার রাজ্যসভায় উপনির্বাচন। পশ্চিমবঙ্গ একটি-সহ ৪ রাজ্যের মোট ৬ রাজ্যসভা আসনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ২০ ডিসেম্বর রাজ্যসভার ৬ আসনে উপনির্বাচন (ByElection)। গণনাও ওই দিন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন জহর সরকার। সেই জায়গায় তৃণমূল (TMC) কাকে প্রার্থী করবে সেটা এখনও জানানো হয়নি।

কমিশন জানিয়েছে,
• ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিতে পারবেন
• ওই দিন বিকেল ৫টা থেকেই গণনা
• মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ১০ ডিসেম্বর
• মনোনয়ন পত্রের স্ক্রুটিনি ১১ ডিসেম্বর
• মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ ডিসেম্বর পর্যন্ত

সম্প্রতি ৬ সাংসদ ইস্তফা দেওয়ায় আসনগুলি ফাঁকা হয়েছে। ৬ আসনের মধ্যে বাংলা, ওড়িশা ও হরিয়ানার একটি করে আসন ও অন্ধ্রের ৩ রয়েছে। ২০২৬-এর ২ এপ্রিল আসনের মেয়াদ রয়েছে।

২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে জেতার পরে প্রসার ভারতীর প্রাক্তন CEO জহর সরকারকে (Jahar Sarkar) রাজ্যসভায় পাঠায় তৃণমূল। কিন্তু আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন জহর। এই পদে শাসকদল কাকে প্রার্থী করে সেটাই দেখার।

আরও পড়ুন- অপ্রয়োজনীয়! দলীয় ‘সিদ্ধান্ত-বিরোধী’ হুমায়ুনকে এড়িয়ে যাওয়ার নিদান কুণালের
