Friday, December 26, 2025

২০২৫-এর এপ্রিলের মধ্যেই প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতে হবে পানীয় জলের সংযোগ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২০২৫ সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছতে দিতে হবে। শুধু পাইপলাইন পৌঁছলেই হবে না। ঐ সময়ের মধ্যে যাতে প্রতিটি পরিবার পরিশুদ্ধ পানীয় জল পায় তা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করে এবিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া প্রশাসনের দায়বদ্ধতার মধ্যে পড়ে। সেখানে কোনরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি বিস্তারিতভাবে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর প্রকল্পের কাজে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বৈঠকে পিএইচই-র কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছতে প্রশাসন দায়বদ্ধ। পাইপ যাওয়া মানেই জল সরবরাহ নয়। যে সব বাড়িতে জলের পাইপ লাইন গিয়েছে সেখানে সত্যি জল পড়ছে কিনা তা নিশ্চিত করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কানেকশনগুলি রি-চেক করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব কেন নিয়মিত কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বলেন।

২০২৫ সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সব মিলিয়ে ১ কোটি ৭৭ লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যজুড়ে সেই কাজও চলছে। পিএইচই-র দাবি ইতিমধ্যে ৯০ শতাংশ বাড়িতে সংযোগ পৌঁছে গেছে। যদিও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- এবার রাজ্যসভার ৬ আসনে উপনির্বাচন, কাকে প্রার্থী করবে তৃণমূল!

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...