Thursday, August 28, 2025

KIFF: ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে নেই শাহরুখ- সলমন! সিনেপার্বণে শ্রদ্ধাঞ্জলি তপন সিনহাকে

Date:

মহানগরীতে সিনে উৎসব শুরুর আর মাত্র কয়েকটা দিন বাকি। নন্দন – রবীন্দ্রসদন চত্বরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (30th Kolkata International Film Festival) শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর। আনুষ্ঠানিক ভাবে সিনেমা দেখা শুরু ৫ -১১ ডিসেম্বর পর্যন্ত। ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে এবার একটু অন্য ভাবনা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (NIS)নয় বরং ধনধান্য অডিটরিয়ামে (Dhono Dhanyo Auditorium)হবে ওপেনিং সেরেমনি। তবে এবারে চলচিত্র উৎসবের সূচনায় নেই শাহরুখ খান (Shahrukh Khan)। ভাইজান সলমনও (Salman Khan)আসবেন না বলেই খবর। নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত বলে খবর মিলেছে। অন্যদিকে শারীরিক সমস্যা থাকায় উপস্থিত হবেন না ‘বাংলার জামাইবাবু’ অমিতাভ বচ্চন। যদিও তাতে গ্ল্যামারের ছটায় খুব একটা ঘাটতি হবে বলেই মনে করছে KIFF কর্তৃপক্ষ। অসমর্থিত সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বর কিফের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে থাকবেন জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহার মতো বি-টাউন সেলেবরা। সঙ্গে টলিউড -টেলিউড থেকে শুরু করে সঙ্গীত জগতের খ্যাতনামারাও উপস্থিত হবেন। ৫ তারিখ উপস্থিত থাকবেন বিদ্যা বালান।

বাংলার জানলায় বিশ্বের সিনেমা দেখার প্রহর গোনা শুরু। ৩০ তম কিফ (KIFF)উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত চাঁদের হাট বসতে চলেছে। এবছরের ফোকাস কান্ট্রি ফ্রান্স (France)। শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে চলচ্চিত্র জগতের পাঁচ কিংবদন্তিকে। তালিকায় রয়েছেন তপন সিনহা, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, মার্লোন ব্র্যান্ডো এবং মার্সেলো মাস্ত্রোইয়ান্নি। চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রূপে দেখা যাবে গৌতম ঘোষ জানিয়েছেন সিনে আড্ডা হোক বা বিশেষ আলোচনা চক্র, এবারের উৎসবে ফিল্ম ফেস্টিভ্যালের পরিবর্তনের ছবিও তুলে ধরা হবে। গগনেন্দ্র প্রদর্শনশালায় তপন সিনহাকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে কুমার সাহানি, অ্যালায়েন ডেলন, অনুপকুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী ও মনোজ মিত্রকে।

চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে মোট ২৪৫৯টি ছবির মনোনয়ন জমা পড়েছে। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ৪২টি ফিচার ছবি, ৩০টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। মোট ১৭৫টি ছবি দেখানো হবে। ধনধান্য স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে ‘গল্প হলেও সত্যি’।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version