Sunday, November 16, 2025

মহিলা সাংবাদিককে রাস্তার ঘিরে হেনস্থা, উত্তাল বাংলাদেশে অরাজকতা চরমে

Date:

বাংলাদেশে (Bangladesh) অরাজকতা চলছেই। নতুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবার মহিলা সাংবাদিককে হেনস্থা করতেও ছাড়ল না উত্তেজিত জনতা। মহিলা সাংবাদিককে রাস্তায় ঘিরে ধরে হেনস্থা করা হল। অফিস থেকে বেরতেই ঢাকার কারওয়ান বাজারে ওই সাংবাদিকের উপর চড়াও হয়। এবং এই ঘটনা পরিকল্পনা করেই হয়েছে বলে অভিযোগ। অভিযোগ ওঠে বাংলাদেশে মহিলা সাংবাদিক (Journalist) মুন্নি সাহাকে গ্রেফতারির। তবে তা অস্বীকার করেছে পুলিশ।

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শনিবার রাতে অফিস থেকে বেরনোর পর ঢাকার কারওয়ান বাজারে মহিলা সংখ্যালঘু (minority) হিন্দু সাংবাদিককে ‘ঘিরে ধরে’ একদল লোক। তারপর তাঁকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, ওই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। একটি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি নাম রয়েছে মুন্নিরও। ওই সাংবাদিকের বিরুদ্ধে একাধিক অভিযো ছিল বলেই গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়েছিল। তবে তা সত্য নয় বলে জানানো হয়েছে বাংলাদেশ পুলিশের তরফে। এদিকে এদিনই বাংলাদেশে লাগামহীন সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিশ্বজুড়ে শান্তি প্রার্থনার আয়োজন করেছে ইসকন।

শনিবারের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক মুন্নি সাহাকে ঘেরে একদল তাঁর ‘বিচারের’ দাবিতে স্লোগান দিতে শুরু করেন। মুন্নি সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। এটিএন নিউজের শুরু থেকে তিনি যুক্ত ছিলেন। ২০২৩ সালের ৩১ মে পদত্যাগ করে ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টাল খোলেন। মুন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হিংসার ঘটনায় সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে মামলা রুজু হয়।

আরও পড়ুন- ডলারের বিকল্প আনলে ১০০ শতাংশ মাশুল! ব্রিকস দেশগুলিকে ট্রাম্পের হুঁশিয়ারি

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version