Friday, November 14, 2025

স্বর্ণমন্দিরে চলল গুলি! পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা

Date:

সাতসকালেই গুলি চলল অমৃতসরের স্বর্ণমন্দিরে (Golden Temple)। পঞ্জাবের (Punjab) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শিরোমণি অকালি দলের (Shiromoni Akali Dal) নেতা সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে এক দুষ্কৃতী গুলি (Shoot out) চালায় বলে অভিযোগ। বুধবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্বর্ণমন্দিরের প্রবেশ পথে এই হামলা করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে যায় বন্দুকবাজ। বরাতজোরে বেঁচে গিয়েছেন সুখবীর। তিনি নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছে পঞ্জাব পুলিশ।

স্বর্ণমন্দিরের বাইরে শাস্তিস্বরূপ কাজ করছিলেন সুখবীর। ছিলেন অকালি দলের নেতারাও। তখনই অতর্কিতে হামলা চলে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পালিয়ে যাওয়ার সময় অকালি দলের নেতা ও স্থানীয় জনতা ধরে ফেলে আততায়ীকে। ধৃত হামলাকারীর নাম নারাইন সিং চৌরা। বাব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন জঙ্গি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ১৯৮৪ সালে পাকিস্তানে চলে যায়। তারপর সেখান থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক চালান দিত পঞ্জাবে। বুরালি জেলভাঙা মামলায় অভিযুক্ত এই জঙ্গি ইতিমধ্যেই পঞ্জাবে জেলও খেটেছে। গেরিয়া যুদ্ধ নিয়ে সে একটি বইও লেখে। এই হামলা প্রসঙ্গে পঞ্জাবের আপ সরকারে বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে শিরোমণি অকালি দলের প্রাক্তন সাংসদ নরেশ গুজরাল। তিনি বলেন, এই হামলার তীব্র নিন্দা করছি। এই ঘটনা প্রমাণ করে পঞ্জাবে অপরাধীরা অবাধ বিচরণ করছে। দিনদুপুরে স্বর্ণমন্দিরের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাচ্ছে বন্দুকবাজ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে নেমে গিয়েছে। পঞ্জাবের মানুষ দেখতে পাচ্ছেন কী শোচনীয় অবস্থা। স্বর্ণমন্দিরে (Golden Temple) চত্বরে কীভাবে হামলা চালানো হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ যে, সুখবীর সিং বাদল (Sukhbir Singh Badal) এ যাত্রায় রক্ষা পেয়েছেন, তাঁর কোনও ক্ষতি হয়নি। তিনি নিরাপদে রয়েছেন।

 

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version