Thursday, August 28, 2025

স্বর্ণমন্দিরে চলল গুলি! পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা

Date:

সাতসকালেই গুলি চলল অমৃতসরের স্বর্ণমন্দিরে (Golden Temple)। পঞ্জাবের (Punjab) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শিরোমণি অকালি দলের (Shiromoni Akali Dal) নেতা সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে এক দুষ্কৃতী গুলি (Shoot out) চালায় বলে অভিযোগ। বুধবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্বর্ণমন্দিরের প্রবেশ পথে এই হামলা করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে যায় বন্দুকবাজ। বরাতজোরে বেঁচে গিয়েছেন সুখবীর। তিনি নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছে পঞ্জাব পুলিশ।

স্বর্ণমন্দিরের বাইরে শাস্তিস্বরূপ কাজ করছিলেন সুখবীর। ছিলেন অকালি দলের নেতারাও। তখনই অতর্কিতে হামলা চলে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পালিয়ে যাওয়ার সময় অকালি দলের নেতা ও স্থানীয় জনতা ধরে ফেলে আততায়ীকে। ধৃত হামলাকারীর নাম নারাইন সিং চৌরা। বাব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন জঙ্গি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ১৯৮৪ সালে পাকিস্তানে চলে যায়। তারপর সেখান থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক চালান দিত পঞ্জাবে। বুরালি জেলভাঙা মামলায় অভিযুক্ত এই জঙ্গি ইতিমধ্যেই পঞ্জাবে জেলও খেটেছে। গেরিয়া যুদ্ধ নিয়ে সে একটি বইও লেখে। এই হামলা প্রসঙ্গে পঞ্জাবের আপ সরকারে বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে শিরোমণি অকালি দলের প্রাক্তন সাংসদ নরেশ গুজরাল। তিনি বলেন, এই হামলার তীব্র নিন্দা করছি। এই ঘটনা প্রমাণ করে পঞ্জাবে অপরাধীরা অবাধ বিচরণ করছে। দিনদুপুরে স্বর্ণমন্দিরের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাচ্ছে বন্দুকবাজ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে নেমে গিয়েছে। পঞ্জাবের মানুষ দেখতে পাচ্ছেন কী শোচনীয় অবস্থা। স্বর্ণমন্দিরে (Golden Temple) চত্বরে কীভাবে হামলা চালানো হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ যে, সুখবীর সিং বাদল (Sukhbir Singh Badal) এ যাত্রায় রক্ষা পেয়েছেন, তাঁর কোনও ক্ষতি হয়নি। তিনি নিরাপদে রয়েছেন।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version