একদিনে তাপমাত্রা কমল ২ ডিগ্রি, বাধা সরিয়ে শীতের ওয়ার্ম আপ শুরু

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে শীতে ফিরছে বাংলা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এক ধাক্কায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা। যদিও কনকনে ঠাণ্ডার আমেজ এখনও মেলেনি। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Deparment) বলছে শ্রীনিকেতনে পারদ ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬. ০ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ১৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। কিন্তু বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়তেই গরম অনুভূত হচ্ছে। উইকেন্ডের আগে বাংলায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

মৌসম ভবন বলছে, রাতের তাপমাত্রার গড় স্বাভাবিকের বেশি থাকতে পারে। শৈত্যপ্রবাহের দাপটও কম থাকবে। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে।চলতি মাসের মাঝামাঝি সময় নাগাদ শহর কলকাতা তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।