তিনি এখনও অসুস্থ। আর সেই অসুস্থতার কারণকে সামনে রেখে ফের আদালতে হাজিরা এড়ালেন সুজয়কৃষ্ণ ভদ্র। বৃহস্পতিবার ফের তার অসুস্থতার কথা জানিয়ে প্রেসিডেন্সি জেল থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে রিপোর্ট পাঠানো হয়।তাতে জানানো হয়েছে, সুজয়কৃষ্ণ জেলের হাসপাতালে ভর্তি। এদিকে তাঁর আইনজীবীর প্রশ্ন, সিবিআই চাইলে জেলে গিয়েই জেরা করতে পারে। হেফাজতে নেওয়ার প্রয়োজন কী?

নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ। সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন, সেই আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এদিকে সিবিআই তাকে হেফাজতে চেয়ে বিচারভবনে আবেদন করেছে। বৃহস্পতিবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতে হাজির হওয়ার কথা ছিল সুজয়কৃষ্ণের। কিন্তু এদিনও হাজিরা এড়ালেন তিনি।

এদিন আদালতে সুজয়কৃষ্ণের আইনজীবী বলেন, হাইকোর্টে ইতিমধ্যে আগাম জামিনের মামলা বিচারাধীন। তাই এই আদালতের তরফে যেন নতুন করে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু না করা হয়। একই সঙ্গে আগের ওয়ারেন্টেও স্থগিতাদেশের আর্জি জানানো হয়। সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, তারা প্রোডাকশান ওয়ারেন্ট চাইতেই পারেন। তার প্রত্যুত্তরে সুজয়কৃষ্ণের আইনজীবী জানান, সিবিআই চাইলে জেলে গিয়ে জেরা করতে পারেন।এখন দেখার এভাবে কতদিন আজালত এড়াতে পারবেন সুজয়কৃষ্ণ।


