Saturday, January 31, 2026

বাংলার তুলনায় অনেক বেশি মূল্যবৃদ্ধি ডাবল-ইঞ্জিন রাজ্যে, কেন্দ্রের রিপোর্টেই চাপে বিজেপি

Date:

Share post:

বাংলার চেয়ে ঢের বেশি মূল্যবৃদ্ধি (Inflation) নিয়ে বিজেপিশাসিত রাজ্যগুলিতে। কেন্দ্রের রিপোর্টেই সেই তথ্য সামনে এসেছে। আর তাতেই মুখ পুড়েছে বঙ্গ বিজেপির (BJP)। এতদিন বাংলার মূল্যবৃদ্ধি নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছিল। কিন্তু এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র দায় এড়াতে পারে না। তা জানার পরও নির্লজ্জভাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের সমালোচনা চালাচ্ছিল বিজেপি। কিন্তু এখন কেন্দ্রের রিপোর্টে (Central report) তাঁদের থোঁতা মুখ ভোঁতা হয়ে গিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগপ্রকাশ করে শুক্রবারই জানিয়েছিল রাজ্যে রাজ্যে মূল্যবৃদ্ধির হার (Inflation rate ) দেখে, তা নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হবে। সেই নিরিখে কেন্দ্রীয় রিপোর্ট প্রকাশ পেতেই মাথায় হাত বিজেপির। রিপোর্টে দেখা যাচ্ছে, মূল্যবৃদ্ধির নিরিখে বাংলার তুলনায় অনেক বেশি মূল্যবৃদ্ধি বিজেপিশাসিত রাজ্যগুলি। ডাবল ইঞ্জিন রাজ্যগুলির শোচনীয় অবস্থা।

কেন্দ্রের রিপোর্ট অনুয়ায়ী, এপ্রিল থেকে সেপ্টেম্বর, প্রথম দুই ত্রৈমাসিকে মূল্যবৃদ্ধির জাতীয় গড় ছিল ৪.৬ শতাংশ। তুলনায় বাংলার মূল্যবৃদ্ধির হার এই সময়ে জাতীয় গড়ের তুলনায় অনেকটাই কম ছিল। ছ’মাসে বাংলার মূল্যবৃদ্ধির হার ছিল ৩.৭ শতাংশ। আর এই ছ’মাসে ১২টি রাজ্যে মূল্যবৃদ্ধির হার ছিল জাতীয় গড়ের তুলনায় বেশি। আর এই পরিসংখ্যানে সবথেকে চাঞ্চল্যকর হল, ওই ১২টি রাজ্যের মধ্যে বামশাসিত কেরল ও কংগ্রেসশাসিত কর্নাটক ছাড়া বাকি ১০টি রাজ্যই বিজেপিশাসিত। যারা এতদিন মূল্যবৃদ্ধি নিয়ে লম্বা-চওড়া কথা বলছিল, তাঁদের বেলুন চুপসে গিয়েছে কেন্দ্রের এই রিপোর্টে।

রিজার্ভ ব্যাঙ্ক মনে করে ৪ শতাংশ মূল্যবৃদ্ধির হার সহনীয়। কিন্তু এই ১২ রাজ্যে তার তুলনায় অনেক বেশি। সম্প্রতি অর্থ মন্ত্রক মূল্যবৃদ্ধি সংক্রান্ত রিপোর্ট দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটিকে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, এপ্রিল থেকে সেপ্টেম্বরে মূল্যবৃদ্ধি সবথেকে বেশি ছিল ওড়িশায়। আর দ্বিতীয় স্থানে ছিল বিহার। এছাড়াও এই তালিকায় রয়েছে বিজেপির পোস্টার বয় যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ এবং হিমন্ত বিশ্বশর্মার অসমও। এই দুই ডাবলইঞ্জিন রাজ্যে মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৪ শতাংশ, যা যুগ্মভাবে তৃতীয়। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর তৃণমূলের সাফ কথা, এবার মুখে কুলুপ দিক বিজেপি, বাংলা নিয়ে যেন আর কোনও কথা তাদের মুখে মানায় না।


spot_img

Related articles

নজরে বিধানসভা ভোট, রাতেই বঙ্গ বিজেপির নেতাদের ক্লাস নিলেন শাহ

বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা। দিল্লি থেকে যাতায়াত শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা(Amit Shah)।  শুক্রবার রাতে ফের...

বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তে NIA, গঠিত হচ্ছে বিশেষ দলও

মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ(NIA)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক...

কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল অ্যাসবেস্টসের শেডও

মধ্যরাতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি(Kulpi) থানার অন্তর্গত ছামনাবনি গ্রামে। স্থানীয় তৃণমূলের...

রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, সচিব পদে পরিবর্তন

ভোটের  আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয়েছে। পুলিশের পাশাপাশি প্রশাসনেও  বড় রদবদল হয়েছে।  রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দফতর...