Sunday, November 16, 2025

কি কারণে নিভে গিয়েছিল অ্যাডিলেডে ফ্লাডলাইট ? সামনে এল কারণ

Date:

অ্যাডিলেডে চলছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। গতকাল থেকে শুরু হয়েছে এই দিন-রাতের টেস্ট। তবে ম্যাচে প্রথম দিন দেখা গিয়ে দু’দুবার নিভে গিয়েছে ফ্লাডলাইট। একই ওভারের দু’বার আলো নিভে যাওয়। প্রায় ১০ মিনিট বন্ধ থাকে খেলা। কী কারণে বন্ধ হয়েছিল স্টেডিয়ামের আলো? সামনে এল কারণ।

এই নিয়ে স্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই সময় স্টেডিয়ামের পাশের অনুশীলন মাঠের আলো বন্ধ করতে চেয়েছিলেন গ্রাউন্ড স্টাফরা। কিন্তু প্রযুক্তিগত গোলমালের জন্য মাঠের চারটি লাইট স্ট্যান্ডের আলোগুলি নিভে যায়। যদিও ভুল বুঝতে পেরে সেটা শুধরে নেওয়া হয়। দ্বিতীয়বার আলো নিভে যাওয়ার কারণ ও সামনে এনেছেন তারা। কর্তৃপক্ষ জানাচ্ছে, এবারে নাকি ওই অনুশীলনেরই মাঠের আলো জ্বালাতে গিয়েছিলেন মাঠকর্মীরা। কারণ, অস্ট্রেলিয়ার ব্যাটাররা অনুশীলন করতে চেয়েছিলেন। এবারেও ওই একই ভুলের জন্য নিভে যায় মাঠের আলো।

জানা যাচ্ছে, ব্যাট করতে নামার আগে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের কয়েক জন ব্যাটার অনুশীলন করতে যান। ফ্লাডলাইটের আলোর মধ্যে গোলাপি বলের সঙ্গে চোখ সইয়ে নেওয়া জন্য তাঁরা থ্রোডাউন নিতে গিয়েছিলেন। তাই অস্ট্রেলিয়া শিবির নেটের আলো জ্বালানোর অনুরোধ করেন সংশ্লিষ্ট কর্মীদের। আসলে অ্যাডিলেডের স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের উপরে রয়েছে আলোর কন্ট্রোল রুম। পুরো ব্যবস্থা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সংশ্লিষ্ট কর্মীরা নেটের আলো জ্বালাতে গিয়ে কম্পিউটারকে ভুল নির্দেশ দিয়ে ফেলেন। তাতে মাঠের ফ্লাডলাইন নিভে যায়।

আরও পড়ুন- অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের মাঝেই সিরাজের কপালে ঝুলছে আইসিসির শাস্তির খাঁড়া


Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version