বর্ডার-গাভাস্কর ট্রফি, দিন-রাতের টেস্টে দাপুটে জয় অজিদের, ১০ উইকেটে হারল টিম ইন্ডিয়া

পিঙ্ক বল টেস্টে যেন দাপটের সঙ্গে ফিরল প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল স্টার্করা।

ব্যাটিং ব্যর্থতা। যার জন্য মাত্র আড়াই দিনে শেষ পিঙ্ক বলের টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফিতে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে হারল ভারতীয় দল। পিঙ্কবল টেস্টে অজিদের কাছে ১০ উইকেটে হারল রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে ১৭৫ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ রান নীতিশ রেড্ডির। ৪২ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দাপট অধিনায়ক প্যাট কামিন্সের। একাই নেন ৫ উইকেট। অজিদের জয়ের জন্য দরকার ১৯ রান ।

পিঙ্ক বল টেস্টে যেন দাপটের সঙ্গে ফিরল প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল স্টার্করা। ভারতের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দাঁড়াতে পারলেন না বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মারা। দ্বিতীয় ইনিংসে টিম করল ১৭৫ রান । দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে লড়াই করেন নীতিশ রেড্ডি। ৪২ রান করেন তিনি। ২৮ রান করেন পন্থ। রবিচন্দ্রন অশ্বিন করেন ৭ রান। অজিদের হয়ে বল হাতে দাপট অধিনায়ক প্যাট কামিন্সের। ৫ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন বোলান্ড। মিচেল স্টার্ক নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে সহযে জয় তুলে নেয় প্যাট কামিন্সের দল। নাথান ম্যাকসুইনি এবং উসমান খোওয়াজা।

দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ থাকে টিম ইন্ডিয়ার। ১৮০ রান করে রোহিত শর্মার দল। প্রথম ইনিংসে দাপুটে ব্যাট করে অস্ট্রেলিয়া। ৩৩৭ রান করে তারা। ব্যাট হাতে তান্ডব চালান ট্রাভিস হেড। করেন ১৪০ রান। ৬৪ রান করেন লাবুশানে। প্রথম ইনিংসে ৪ টি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস