Friday, August 22, 2025

রাজ্যপালের আমন্ত্রণে সোমবার রাজভবনে (Rajbhavan) সৌজন্য সাক্ষাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাধীনতা দিবসের প্রথাগত সাক্ষাতের পরে এই প্রথমবার আবার রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি ছয় জয়ী বিধায়কের শপথ গ্রহণে বিধানসভায় এসে নিজেই রাজ্যের সঙ্গে সংঘাতের পরিবেশে মলম লাগান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার পরপরই তিনি এবার মুখ্যমন্ত্রীকে চায়ের আমন্ত্রণও জানান সোমবার।

এর আগে একাধিক ইস্যুতে রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতের পথে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। প্রকাশ্যে রাজ্যের সরকার তথা বাংলাকে বদনাম করতেও পিছপা হননি তিনি। মুখ্যমন্ত্রীও প্রথাগত ১৫ অগাস্টের সৌজন্য সাক্ষাতের মতো দিনে রাজভবন (Rajbahavan) গেলেও এড়িয়ে গিয়েছেন রাজ্যপালকে। তবে রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পরই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। সেই সঙ্গে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) ভর্ৎসনার মুখে পড়ার পরে রাজ্যের প্রতি নরম মনোভাব দেখানো শুরু করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) চায়ের আমন্ত্রণ জানান রাজ্যপাল (Governor)। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট সময় সেই আমন্ত্রণে যোগ দেন সোমবার। তাঁদের মধ্যে উপাচার্য (vice-chancellor) নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়। সোমবারই উপাচার্য নিয়োগে তিন সপ্তাহের সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। তার মধ্যে তৈরি করে ফেলতে হবে উপাচার্যদের তালিকা। কার্যত একাধিক সমস্যায় জর্জরিত রাজ্যপাল রাজ্যের সঙ্গে মিত্রতায় তাই এবার নিজেই উদ্যোগী। তবে প্রশাসনিক আলোচনাই এদিন মূলত হয় রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধানের মধ্যে। এনিয়ে প্রকাশ্যে কেউ কিছু জানাননি।

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version