মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা এড়াতে কড়া নির্দেশ হাইকোর্টের

দুর্ঘটনায় পথচারীর মৃত্যু হলে ওই মত্ত চালকের নামে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে নির্দেশ হাই কোর্টের

এবার আরও কড়া কলকাতা পুলিশ। নির্দেশ কলকাতা হাইকোর্টের। আকণ্ঠ মদ্যপান করে গভীর রাতে ফাঁকা রাস্তা দেখে জোরে গাড়ি চালানো এবং দুর্ঘটনা এড়াতেই এই নির্দেশ। কেউ মত্ত অবস্থায় গাড়ি চালালেন এবং তার পর দুর্ঘটনায় পথচারীর মৃত্যু হলে ওই মত্ত চালকের নামে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে নির্দেশ হাই কোর্টের।

সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, মদ খেয়ে গাড়ি চালিয়ে ‘বড় দুর্ঘটনা’র ক্ষেত্রে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করতে হবে। হাই কোর্টের পর্যবেক্ষণ, মত্ত অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান অনেকে। তাতে কারও প্রাণহানি হয়। কিন্তু অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয় না।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.