এসএসকেএম হাসপাতালের মুকুটে নয়া পালক। বিশ্বমানের ল্যাবরেটরির জন্য এনএবিএল-এর তরফে বিশেষ স্বীকৃতি পেল পিজি হাসপাতাল। এনএবিএল অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরির তরফে সম্প্রতি উন্নতমানের ল্যাবরেটরির জন্য শংসাপত্র পেল এসএসকেএমের আইসিটিসি ল্যাবরেটরি।

