Monday, August 25, 2025

বছরের শুরুতেই মোহনবাগানের বার্ষিক সভা, বাগানে আসছেন কিরমানি

Date:

Share post:

আজ ছিল মোহনবাগানের কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকের পর ঘোষণা করা হল আগামী ১৫ জানুয়ারি কিংবদন্তি চুনী গোস্বামীর জন্মদিনে ক্রিকেট দিবস পালিত হবে। সেদিন মোহনবাগান ক্লাবের নতুন ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করবেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান সৈয়দ কিরমানি। ক্লাবের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের মিলনমেলায় থাকবে চাঁদের হাট।

কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য কিরমানিকে ক্রিকেট দিবসের প্রধান অতিথি হিসেবে পেয়ে উচ্ছ্বসিত মোহনবাগান কর্তারা। সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমাদের ক্লাবের গেট উদ্বোধন করে গিয়েছেন সুনীল গাভাস্কর। এবার আসছেন ভারতবর্ষের স্বনামধন্য আর এক ক্রিকেটার সৈয়দ কিরমানি। তাঁর মতো কিংবদন্তি মোহনবাগান ক্লাবে আসবেন, বিশ্বমানের ক্রিকেট পরিকাঠামো উদ্বোধন করবেন। এটা আমাদের বড় পাওনা। সেদিন ক্লাবের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও উপস্থিত থাকবেন। সকলকে নিয়েই গেট-টুগেদারের আয়োজন করা হচ্ছে।”

এদিকে এদিনের সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে অন্যতম বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ। ঠিক হয়েছে, আগামী ১৮ জানুয়ারি ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। পরবর্তী নির্বাচন নিয়েও তোড়জোড় শুরু হয়েছে। জানা গিয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য বোর্ড গঠনের কাজ শেষ। এর আগে ক্লাবের নির্বাচন পরিচালনা করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সূত্রের খবর, এবারও নির্বাচনী বোর্ডের নেতৃত্বে থাকতে পারেন তিনি। নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নতুন বোর্ড বা কমিটিই ঠিক করবে।

ক্লাব লনে খোলা জায়গায় অমর একাদশের মূর্তির ক্ষতি হচ্ছে রোদ, বৃষ্টিতে। তাই সেনাবাহিনীর অনুমতি নিয়ে গ্যালারির নিচে তা সযত্নে রাখার ব্যবস্থা করা হয়েছে। পরে সংগ্রহশালার কাজ সম্পূর্ণ হলে সেখানেই রাখা হবে ঐতিহাসিক স্মারক।

আরও পড়ুন- তৃতীয় টেস্টের আগে খুদের সঙ্গে খুনসুটিতে পন্থ, ভাইরাল ভিডিও


spot_img

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...