Saturday, May 10, 2025

বছরের শুরুতেই মোহনবাগানের বার্ষিক সভা, বাগানে আসছেন কিরমানি

Date:

Share post:

আজ ছিল মোহনবাগানের কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকের পর ঘোষণা করা হল আগামী ১৫ জানুয়ারি কিংবদন্তি চুনী গোস্বামীর জন্মদিনে ক্রিকেট দিবস পালিত হবে। সেদিন মোহনবাগান ক্লাবের নতুন ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করবেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান সৈয়দ কিরমানি। ক্লাবের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের মিলনমেলায় থাকবে চাঁদের হাট।

কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য কিরমানিকে ক্রিকেট দিবসের প্রধান অতিথি হিসেবে পেয়ে উচ্ছ্বসিত মোহনবাগান কর্তারা। সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমাদের ক্লাবের গেট উদ্বোধন করে গিয়েছেন সুনীল গাভাস্কর। এবার আসছেন ভারতবর্ষের স্বনামধন্য আর এক ক্রিকেটার সৈয়দ কিরমানি। তাঁর মতো কিংবদন্তি মোহনবাগান ক্লাবে আসবেন, বিশ্বমানের ক্রিকেট পরিকাঠামো উদ্বোধন করবেন। এটা আমাদের বড় পাওনা। সেদিন ক্লাবের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও উপস্থিত থাকবেন। সকলকে নিয়েই গেট-টুগেদারের আয়োজন করা হচ্ছে।”

এদিকে এদিনের সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে অন্যতম বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ। ঠিক হয়েছে, আগামী ১৮ জানুয়ারি ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। পরবর্তী নির্বাচন নিয়েও তোড়জোড় শুরু হয়েছে। জানা গিয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য বোর্ড গঠনের কাজ শেষ। এর আগে ক্লাবের নির্বাচন পরিচালনা করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সূত্রের খবর, এবারও নির্বাচনী বোর্ডের নেতৃত্বে থাকতে পারেন তিনি। নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নতুন বোর্ড বা কমিটিই ঠিক করবে।

ক্লাব লনে খোলা জায়গায় অমর একাদশের মূর্তির ক্ষতি হচ্ছে রোদ, বৃষ্টিতে। তাই সেনাবাহিনীর অনুমতি নিয়ে গ্যালারির নিচে তা সযত্নে রাখার ব্যবস্থা করা হয়েছে। পরে সংগ্রহশালার কাজ সম্পূর্ণ হলে সেখানেই রাখা হবে ঐতিহাসিক স্মারক।

আরও পড়ুন- তৃতীয় টেস্টের আগে খুদের সঙ্গে খুনসুটিতে পন্থ, ভাইরাল ভিডিও


spot_img

Related articles

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...

সেনার প্রত্যাঘাতে সিপিএমের উপহাস! সবক শেখাল তৃণমূল

পহেলগাঁওয়ের বদলায় পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর সেই সাফল্য নিয়ে উপহাস করে সিপিএম। তারই পাল্টা...