Thursday, August 21, 2025

বাংলা মানেই বাণিজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বের বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, পরিসংখ্যানেই প্রমাণ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা বাণিজ্যে প্রভুত উন্নতি করেছে। বাংলা মানেই যে বাণিজ্য, ২০২৫-এর ৫ ও ৬ ফেব্রুয়ারি অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শুরুর আগে ভিডিও প্রকাশ করে তা বুঝিয়ে দিল তৃণমূল। নিন্দুকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কোন ক্ষেত্রে বাংলা কতখানি উন্নতি করেছে।
বাংলার পরিবেশ শিল্প সমৃদ্ধ। তথ্য-পরিসংখ্যানই বলছে, বাংলা একটি উদীয়মান ব্যবসাকেন্দ্রে রূপান্তরিত হয়েছে। বর্তমানে এই রাজ্যে ১.৪৫ লক্ষ সক্রিয় কোম্পানি রয়েছে, যা দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। ১০ মিলিয়ন বা ১ কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য যে, স্টেট অফ গভর্নেন্স স্কচ রিপোর্ট ২০২১ অনুয়ায়ী ইজ অফ ডুয়িং বিজনেসে এক নম্বরে রয়েছে বাংলা। বাংলা এখন বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশ্বের দরবারে বাংলা নিজেকে উন্নত বাণিজ্যের রাজ্য বলে পরিগণিত হচ্ছে। ২০১১ সালের পর থেকে বাংলায় ১ লক্ষ কোটি টাকার নতুন বিনিয়োগ হয়েছে।
বিশ্বের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রো, কগনিজেন্ট, ইনফোসিস রাজ্যে কাজ শুরু করেছে। সেই সঙ্গে বাংলা ভারতের পরবর্তী তথ্য-প্রযুক্তি শিল্পের রাজধানী হিসেবে উন্মোচিত হচ্ছে। তৃণমূল তথ্য পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, রাজ্যে এক হাজার সফ্টওয়্যার কোম্পানি চলছে। যেখানে কর্মসংস্থান হয়েছে ২.৬ লক্ষ মানুষের। প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতির ছাপ ফেলেছে বাংলা, যা বাংলাকে তথ্য-প্রযুক্তি শিল্পে সম্ভাবনাময় রাজ্য হিসেবে চিহ্নিত করেছে।
এছাড়া ইতিমধ্যেই ভারতের সিমেন্ট হাব বলে পরিচিত লাভ করেছে বাংলা। বাংলাতে রয়েছে ৯টি প্রধান সিমেন্ট কোম্পানি। সম্প্রতি শ্রী সিমেন্ট বিশাল কারখানা করেছে। সেখানে উৎপাদনও শুরু হয়েছে, ইতিমধ্যে বাজার দখল করে নিয়েছে এই সিমেন্ট কোম্পানি। আইটিসি, বার্জার পেন্টস, টিটাগড় রেল সিস্টেম এবং শ্রী সিমেন্টের মতো বড় কর্পোরেশনের উপস্থিতি বাংলার বিকশিত শিল্প-বৈচিত্র্যকেই স্পষ্ট করে বলে জানিয়েছে তৃণমূল। এর পাশাপাশি বাংলায় হ্যান্ডলুম শিল্পের সঙ্গে যুক্ত আছেন ৫.৪ লক্ষ মানুষ। যা এই শিল্পে দ্বিতীয় বৃহত্তম রাজ্যে পরিণত করেছে বাংলাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পরিচালনায় বাংলা আক্ষরিক অর্থেই বাণিজ্যনগরী হয়ে উঠছে।
দিদির সংকল্পই হল বাংলায় শিল্প গড়ে তোলা। সেই লক্ষ্য নিয়েই সম্প্রতি শিবির করে ক্ষুদ্র উদ্যোগপতিদের ৪২৬ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে সম্প্রতি। উদ্যোগপতির কাছে পৌঁছাতে ২,৪০৭টি শিবির করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে ১,৬০৭ একরজুড়ে ৩৮টি প্রকল্প গড়ে তোলা হয়েছে। বড় ও মাঝারি শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও ছোট উদ্যোগপতিদের সুবিধার্থে সর্বদা কাজ করে চলেছে বাংলার সরকার। বাংলায় রয়েছে ৮৮.৬৭ লক্ষ এমএসএমই, যা দেশের ১৪ শতাংশ। ১.৩৬ কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে এই ক্ষেত্রে। এর মধ্যে ২৯ লক্ষ ১ হাজার ৩২৪টি মহিলা পরিচালিত, যা দেশের মধ্যে শীর্ষে। ভারতের মোট সংখ্যার ২৩.৪ শতাংশ। এই ক্ষেত্রে ঋণ প্রদানের পরিমাণ ১৮ হাজার ৩৪৫ কোটি টাকা বেড়েছে। শতাংশের বিচারে এই বৃদ্ধি বছরে ২৫.৯৬ শতাংশ। ১২ বছরে মোট ৬.১৫ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। সেইসঙ্গে শিল্প ক্লাস্টারের সংখ্যা ১২ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ লক্ষ ৫৫ হাজার ৭০০টি এমএসএমই গড়ে উঠেছে রাজ্যে।গত বছরের তুলনায় তা দ্বিগুণ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতায় টেক পাওয়ার হাউসে পরিণত হচ্ছে বাংলা। সিলিকন ভ্যালিতে ২,০০০ কোটি টাকার বিনিয়োগ আসছে। জাপানের বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা ‘এনটিটি’সেই বিনিয়োগ নিয়ে আসছে। এছাড়াও আমেরিকা ও ইংল্যান্ড থেকেও বিনিয়োগ আসছে বাংলায়। অদূর ভবিষ্যতে বাংলা বিদেশি বিনিয়োগে পুষ্ট হয়ে কর্মসংস্থানের জোয়ার আনবে বলেই বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

২১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

ছেলেকে খুন করে FBI-র হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মহিলার ভারত যোগ

নিজের ছ’বছরের পুত্র সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনা ২০২৩ সালের। তবে তারপর থেকে মার্কিন নাগরিক(American...

Gold Silver Price: ঠাণ্ডা হচ্ছে বাজার, ইঙ্গিত সোনার দামে

সোমবার ২১ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ৯৮৯০ ₹     ৯৮৯০০ ₹ খুচরো পাকা সোনা   ৯৯৪০...