Saturday, May 3, 2025

বাংলাদেশে সংখ্যালঘু আক্রমণে ব্যবস্থা নিক কেন্দ্র, ফেক ভিডিওয় অশান্তির ছক: নাম না করে বিজেপিকে নিশানা মমতার

Date:

Share post:

বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের উপর আক্রমণে ব্যবস্থা নিতে হবে কেন্দ্রকেই। বুধবার, নির্মীয়মাণ জগন্নাথ মন্দির সরেজমিনে পরিদর্শনের পরে সাংবাদিকদরের প্রশ্নের উত্তরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নাম না করে বিজেপিকেও নিশানা করেন মমতা। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে।“

দিঘার জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করার পরে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করা করলে তিনি সাফ জানান, “এটা ভারত সরকারের ব্যাপার। আমরা চাই ওরা হিন্দুদের রক্ষা করুক। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে। দায়িত্ব নিয়ে দায়িত্ববান বিরোধী দলের পরিচয় দিচ্ছে।“ এরপরেই নাম না করে বিজেপিকে নিশানা করেন মমতা। বলেন, “এগুলি করা উচিত নয়। এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। তাঁদের তো নিজেদের সরকার আছে, তাঁরা তো নিজেদের সরকারের কাছে জিজ্ঞেস করতে পারে, কোনটা করা উচিত এবং কোনটা নয় ? যাদের বিরোধীতা করার সেটা করতে পারতাম আমরা। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে। দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আর কেন্দ্রের শাসকদল, তাঁরা যদি নিজেদের রাজনীতি করবার জন্য,…প্রধানমন্ত্রীর যেটা দায়িত্ব সেটা তাঁরা পালন করছে…বলুন আইনটা নিজেদের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে।“

মুখ্যমন্ত্রীর (Mamata Bandopadhyay) কথায়, “হিন্দুদের উপর নির্যাতন কখনই মেনে নেব না। ভারত সরকার ব্যবস্থা করছে। বর্ডারগুলো খোলাই রয়েছে। ভিসাও পাওয়া যাচ্ছে। যারা আক্রান্ত তাঁরা বাংলায় চলে আসুন। কিন্তু, এটা ভারত সরকারের ব্যাপার, পশ্চিমবঙ্গ সরকার ব্যাপার নয়। এটা ওদের দায়িত্ব। বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা ভারত সরকারই নেবে।”

সোশাল মিডিয়ায় ভুয়ো ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চক্রান্ত চলছে। সোশাল মিডিয়ায় ফেক ভিডিও ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে একদল দুষ্কৃতী।

spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...