Saturday, May 3, 2025

রাজ্যের খরচে কবে শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ? বিধানসভায় জানালেন সেচমন্ত্রী

Date:

Share post:

বারবার কেন্দ্রের কাছে দরবার করেও লাভ হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উদ্যোগে রাজ্যের খরচেই শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। আগেই শোনা গিয়েছিল আগামী বছর থেকে কাজ শুরু হয়ে যাবে। বুধবার বিধানসভার (Assembly) প্রশ্নোত্তর পর্বে সেচমন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuinya) জানালেন, আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে।

এদিন বিধানসভার (Assembly) প্রশ্নোত্তর পর্বে তৃণমূল বিধায়ক অরূপ ধারার প্রশ্নের উত্তরে সেচমন্ত্রী জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি নাগাদ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। এর সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার। প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সমীক্ষার কাজ, বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির কাজও শেষ। মানস জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২৩৮ কোটি টাকা খরচ হবে। ইতিমধ্যে এবিষয়ে বিভিন্ন কাজে ৩৪১ কোটি ৫৫০ লক্ষ টাকা খরচ করে ফেলেছে রাজ্য। তিনি বলেন, দুই মেদিনীপুর, হুগলির বিস্তীর্ণ এলাকার মানুষকে নিত্য যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে সরকার বদ্ধপরিকর। এবিষয়ে কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গও তুলে ধরেন সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী। তিনি জানান, কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী বারবার চিঠি দেওয়া,প্রতিনিধি পাঠানো সত্বেও কেন্দ্রীয় সরকার ২০১৫ সাল থেকে একটা পয়সাও দেয়নি। তাই ঘাটাল মাস্টার প্লান রাজ্য তার নিজের অর্থ দিয়ে করবে।

এ প্রসঙ্গে অশোক লাহিড়ীর প্রশ্নের উত্তরে মানস অভিযোগ তোলেন, উত্তর ও দক্ষিণবঙ্গে নদী ভাঙন রুখতে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। তিনি বলেন, উত্তরবঙ্গে ৭৬ টি নদী আছে। যাদের উৎস ভুটানে। অথচ ইন্দো বাংলাদেশ, ইন্দো নেপাল যৌথ নদী কমিশন থাকলেও ইন্দো -ভুটান নদী কমিশন তৈরি করতে কেন্দ্র কোনও উদ্যোগ নিচ্ছে না।

অন্যদিকে গঙ্গা,পদ্মা-সহ একাধিক নদীর ভাঙনে দক্ষিণবঙ্গ ক্ষয়ে যাচ্ছে। এব্যাপারেও কেন্দ্রীয় সরকার নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। পরে বিধানসভার বাইরে সাংবাদিকদের সেচ মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার হাত গুটিয়ে বসে থাকলেও মুখ্যমন্ত্রী তা পারবেন না। তাই উত্তরবঙ্গে গঙ্গা ভাঙন রুখতে ভাঙনপ্রবণ ভূতনি, দিয়ারা, রতুয়া এক এবং দু নম্বর ব্লক, অন্যদিকে ভাঙন প্রবণ সুন্দরবনকে রক্ষা করতে দুটি বড়সড় পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।

spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...