Thursday, November 6, 2025

এন্টালিতে কংগ্রেস-বিজেপি হাতাহাতি থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের

Date:

Share post:

আম্বেদকর ইস্যু নিয়ে যখন উত্তাল সংসদ, তার আঁচ এসে পড়ল কলকাতাতেও। রণক্ষেত্রের চেহারা নিল এন্টালি। বৃহস্পতিবার দুপুরে দফায় দফায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকরা। আর সেই ঝামেলা থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের। রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্কে অমিত শাহ বলেন, এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত। শাহের ‘ফ্যাশন’ মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির।

বৃহস্পতিবার সকালে সংসদের প্রবেশ দ্বারের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা।সংসদে পড়ে গিয়ে চোট পান বিজেপির সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি। তার অভিযোগের আঙুল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দিকে। অভিযোগ, তিনি সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। তখন রাহুল গান্ধী নাকি একজন সাংসদকে ধাক্কা মারেন। সেই সাংসদ তার গায়ের উপর পড়লে তিনি পড়ে যান ও মাথা ফেটে যায়। রাহুল গান্ধীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন কিরণ রিজ্জু।

কংগ্রেস এবং বিজেপি শিবিরের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি লেগে যায়। এই ঘটনার আঁচে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার এন্টালি। বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস কর্মী-সমর্থকরা ওই এলাকায় অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে। তাতেই ক্ষোভে ফেটে পড়ে গেরুয়া শিবির। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাথা ফাটে এক পুলিশকর্মীর।

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...