Tuesday, August 26, 2025

‘প্রাপ্য সম্মান পায়নি’, অশ্বিনের অবসর নিয়ে মুখ খুললেন কপিল দেব

Date:

ব্রিসবেন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর এই সিদ্ধান্তে একেবারেই সবাই অবাক। এই অবাকের তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। শুধু তাই নয় পাশাপাশি তিনি জানান, অশ্বিনের জমকালো বিদায় প্রাপ্য ছিল।

এই নিয়ে কপিল দেব বলেন, “ অশ্বিন অপেক্ষা করতেই পারত। দেশের মাটিতে টেস্ট খেলে অবসর নিতে পারত। জানি না, হঠাৎ কেন খেলা ছেড়ে দিল ও। আমি অশ্বিনের দিকটাও শুনতে চাই। আরে, অশ্বিনকে ওর প্রাপ্য সম্মানটা তো দেবেন। ছেলেটা দেশের হয়ে ১০৬- টা টেস্ট খেলেছে। আমার তো মনে হয় না, ভারতীয় ক্রিকেটে অশ্বিনের মতো বিশাল অবদান আর কারও আছে বলে।“ এখানেই না থেমে কপিল দেব আরও বলেন, “ ম্যাচের যে কোনও সময় বল করার ক্ষমতা রাখত ও। এরকম বোলার সচরাচর পাওয়া যায় তো? একদিকে যার ক্রিকেট মেধা দারুণ, ক্রিকেট বোধ দারুণ। আবার আর একদিকে, সমস্ত পরিস্থিতির সঙ্গে যে মানিয়ে নিতে পারে। ক্রিকেটে ক্যাপ্টেন্স গো টু ম্যান বলে একটা কথা রয়েছে। অশ্বিন ঠিক তাই ছিল।“

এরপর অশ্বিনের অবসর নিয়ে কপিল দেব বলেন, “ ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন যেভাবে হঠাৎ খেলা ছেড়ে দিল, তা দেখে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। ভারতীয় সমর্থকরা হতাশ তো হয়ে পড়েছেন বটেই, একই সঙ্গে অশ্বিনের মুখেও আমি বেদনার ছায়া দেখতে পেয়েছি। ওকে দেখে খুশি মনে হয়নি আমার। আর সেটাই মন খারাপ করে দেওয়ার মতো বিষয়। আমার মতে, একটা ভালো ফেয়ারওয়েল প্রাপ্য ছিল অশ্বিনের। একটা জমকালো বিদায় ওর প্রাপ্য ছিল।“

আরও পড়ুন- অবসরের পর কারা ফোন করেছিলেন অশ্বিনকে? সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version