Wednesday, August 27, 2025

আজ লাল-হলুদের সামনে জামশেদপুর, তিন পয়েন্ট লক্ষ্য অস্কারের

Date:

আইএসএল-এ আজ পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠে আজ লাল-হলুদের সামনে জামশেদপুর এফসি । পাঞ্জাবের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থেকেও চার গোল দিয়ে জয় ছিনিয়ে নেওয়ার আত্মবিশ্বাসে লাল-হলুদ শিবিরের পরিবেশটাই বদলে গিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই শনিবার যুবভারতীতে ঘরের মাঠে খালিদ জামিলের জামশেদপুর এফসি-কে হারিয়ে লিগ টেবলে আরও উপরে উঠতে মরিয়া ইস্টবেঙ্গল। ১১ ম্যাচে ১০ পয়েন্টে থাকা অস্কার ব্রুজোর দল শনিবার জিতলে উঠে আসবে ১০ নম্বরে। প্রথম ছয়ে থাকার স্বপ্ন এখন মশালবাহিনীর। তবে ছ’নম্বরে থাকা খালিদের দলও শক্তিশালী। তাই সতর্ক অস্কারবাহিনী।

জামশেদপুরের বিরুদ্ধে শক্তি বাড়িয়ে নামছে ইস্টবেঙ্গল। লাল কার্ডের নির্বাসন কাটিয়ে ফিরছেন জিকসন সিং। আগের ম্যাচে চোট পেলেও নাওরেম মহেশের খেলতে সমস্যা নেই। সুস্থ দিমিত্রিয়স দিয়ামানতাকোস। তবে তাঁকে হয়তো পরের দিকে নামাতে পারেন ইস্টবেঙ্গল কোচ। শুক্রবারও চুটিয়ে অনুশীলন করেছেন দিমি। ছোট পাস ও সিচুয়েশন প্র্যাকটিসে জোর দেন অস্কার। নন্দকুমারের জন্মদিন পালন করা হয় কেক কেটে।

জিকসনরা ফিরলেও পাঞ্জাব ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছেন অস্কার। তিনি বলেন, ‘‘অকারণে আমি প্রথম একাদশে বদল আনার পক্ষপাতী নই। দিমি, মহেশ, জিকসনরা ভালই অনুশীলন করেছে। ১৮ জনের স্কোয়াডে থাকবে। তবে ওদের কখন কীভাবে ব্যবহার করব, সেটা এখনও সিদ্ধান্ত নিইনি।’’

প্রথম ছয়ে থাকতে হলে ঘরের মাঠে জামশেদপুরকে হারাতেই হবে ক্লেটন সিলভাদের। ইস্টবেঙ্গল কোচের লক্ষ্য তিন পয়েন্ট। প্রতিপক্ষকে সমীহ করে অস্কার বলছেন, ‘‘জামশেদপুর লিগ টেবলে ভাল জায়গায় থাকলেও ওরা সেই ছন্দে নেই। আমরাও সমস্যার মধ্যে রয়েছি। ওরা হয়তো এগিয়ে আছে, কিন্তু মাঠে আমরা দেখিয়ে দিতে চাই কারা আসলে ফেভারিট। আমাদের পরিকল্পনা তৈরি।’’ বাস্তববাদী ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘‘আমাদের জামশেদপুরের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা রয়েছে। তাহলে পয়েন্ট তালিকায় উপরে উঠব। আশা করি, যেভাবে চেয়েছি সেভাবেই বছরটা শেষ করতে পারব। প্রথম ছয়ে শেষ করাই আসল লক্ষ্য।’’

আরও পড়ুন-অ্যাওয়ে ম্যাচে হার মোহনবাগানের, গোয়ার কাছে হারল ১-২ গোলে

 

 

 

 

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version