Tuesday, December 16, 2025

অনুপ্রবেশে সাহায্য BSF-এর একাংশের, কেন্দ্রকে বড় চিঠি লিখব: সীমান্ত পাহারা নিয়ে তুলোধনা মুখ্যমন্ত্রীর

Date:

সীমান্ত পেরিয়ে রাজ্য ঢুকছে জঙ্গি। দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে এসে খুন করে চলে যাচ্ছে। আর পারাপারে সাহায্য করছে BSF-এর একাংশ। মঙ্গলবার, নবান্ন (Nabanna) সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এনিয়ে কেন্দ্রকে বড় চিঠি লিখবেন বলেও জানান তিনি।
আরও খবর: জমি জবরদখল বরদাস্ত নয়, প্রয়োজনে ED-CBI-এর মতো সম্পত্তি ক্রোক: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নতুন বছরের দ্বিতীয় দিনে জেলাশাসক, পুলিশ সুপার, মন্ত্রী, বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) জানান, ”সীমান্ত তৃণমূল বা পুলিশ পাহারা দেয় না। পাহারা দেয় বিএসএফ। আর তারাই অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এসে খুন করে চলে যাচ্ছে। ডিজি রাজীব কুমার এ বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য পেয়েছেন, যা গুরুত্বপূর্ণ। স্থানীয় স্তরেও কিছু কিছু তথ্য মিলেছে। আমাকে সেসব তথ্য সবিস্তারে দেওয়া হোক। আমি এনিয়ে কেন্দ্রকে বড় চিঠি লিখব। আগেও বারবার কেন্দ্রকে এনিয়ে আমি বলেছি।”

অনুপ্রবেশ ইস্যুতে BSF-কে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তীব্র আক্রমণ করে তিনি বলেন, ”বিএসএফের ভিতরের লোকজন অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত তো পুলিশ পাহারা দেয় না। সীমান্ত পেরিয়ে এসে কেউ কেউ অপরাধমূলক কাজ করে চলে যাচ্ছে। খুনও হয়ে যাচ্ছে। আসলে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। মালদহ, নদিয়া দিয়ে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে। এনিয়ে আমি বারবার কেন্দ্রকে বলেছি। এবার আমি বড় চিঠি লিখব।”

এদিন বিভিন্ন ঘটনায় বিভিন্ন ইস্যুতে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পুলিশকে কড়া বার্তা দেন তিনি। বলেন, ”জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব জেলার এসপি-দের। আর জেলাশাসকরা বিএসএফ-কে সাহায্য করছেন। তাঁদের কেউ কেউ ঠিকমতো দায়িত্ব পালন করছেন না।” এ প্রসঙ্গে মালদহের ইংরেজবাজারের গুলিবিদ্ধ হয়ে তৃণমূল কাউন্সিলরের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করেন মমতা। দীর্ঘদিনের সহকর্মীর খুনে জেলার পুলিশ সুপারের গাফিলতিকে দায়ী করেন তিনি। বললেন, ”আজ পুলিশের গাফিলতিতেই আমাদের সহকর্মী, তৃণমূল কাউন্সিলরকে এভাবে খুন হতে হল।”

Related articles

বরাদ্দ বন্ধের জবাব চাইবেন ১০ তৃণমূল সাংসদ: বুধে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক

অবশেষে তৃণমূল সাংসদদের দাবির কাছে নতিস্বীকারে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। দীর্ঘদিন ধরে টালবাহানার পরে অবশেষে তৃণমূল সাংসদদের...

জরুরি অবতরণের সময় কারখানার ছাদে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে...

২৫ কোটি নয়, গ্রিন পাবেন রিঙ্কুর সমান মূল্য, দল গঠনে চমক কেকেআরের

রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে  ক্যামেরন   গ্রিনকে(Cameron Green) শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কিনল কেকেআর। শুধু কেকেআর...

মহাত্মা গান্ধীর ছবি হাতে সংসদে সরব বিরোধীরা: মনরেগা প্রকল্পের নাম বদলের প্রতিবাদ

১০০ দিনের প্রকল্পের নাম ও প্রকল্পের একাধিক শর্ত বদল নিয়ে মঙ্গলবার সংসদে বিল পেশ হওয়ার কথা ছিল। নিয়মমতো...
Exit mobile version