Thursday, August 28, 2025

নতুন শিক্ষাবর্ষে OBC সংরক্ষণের সুবিধা পাবে পডুয়ারা, সুপ্রিম কোর্টে প্রশ্ন রাজ্যের

Date:

হাইকোর্টের রায়ে রাজ্যের সংরক্ষণ বাতিল হয়ে যাওয়ার ভোগান্তিতে উচ্চশিক্ষার পড়ুয়া থেকে চাকুরিজীবীরা। ২০২৫ শিক্ষাবর্ষ শুরুর আগে সেই জটিলতা কাটিয়ে সংরক্ষণের (reservation) সুবিধা রাজ্যের পড়ুয়াদের দিতে শীর্ষ আদালতে সওয়াল রাজ্যের। মঙ্গলবার সেই মামলায় আদালতের আশ্বাস আসন্ন মে মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে। সেই মতো ২৮, ২৯ জানুয়ারি এই মামলার সম্পূর্ণ শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court of India)।

কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে যায় রাজ্যের ৭৭ ওবিসি সংরক্ষণ (OBC reservation)। ২০২৪-এর অগাস্টে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI D Y Chandrachud) বেঞ্চ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে রাজ্যের সংরক্ষণের প্রেক্ষিতগুলি পেশ করার নির্দেশ দেন। সেই সঙ্গে জাতীয় ওবিসি কমিশনের (National Commission for Backward Classes) রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবারের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা  বিচারপতি বি আর গভাই ও বিচারপতি অগাস্টিন মাসি-র বেঞ্চকে জানান, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (NCBC) ইতিমধ্যেই তাদের রিপোর্ট পেশ করেছে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতের কাছে আবেদন জানান যাতে আসন্ন শিক্ষাবর্ষের (academic year) শুরুর আগে এই মামলার নিষ্পত্তি হয়। বিচারপতি গভাই আশ্বাস দেন সুপ্রিম কোর্টের (Supreme Court) আসন্ন গ্রীষ্মকালীন অবসরের আগে মে মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে। সেই মতো সম্পূর্ণ শুনানি হবে ২৮. ২৯ জানুয়ারি।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version