Sunday, August 24, 2025

নজিরবিহীন: জরুরি আলোচনা করতে একসঙ্গে ‘বেড়াতে’ যাচ্ছেন সুপ্রিম কোর্টের ২৫ বিচারপতি

Date:

জরুরি আলোচনা। বিষয় একেবারেই আদালতের কাজকর্ম সংক্রান্ত। কিন্তু ওই আলোচনার জন্যই একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের (Supreme Court) ২৫ জন বিচারপতি। আর বেড়ানো তথা আলোচনার প্রস্তাব দিয়েছেন স্বয়ং প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjiv Khanna)। তবে, সরকারি খরচে নয়, নিজেদের খরচেই সপরিবারে ভ্রমণে যাচ্ছেন বিচারপতিরা। কিন্তু এত মামলা ঝুলে থাকা অবস্থায় একজন সঙ্গে এত বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে।

সুপ্রিম কোর্ট (Supreme Court) সূত্রে খবর, প্রধান বিচারপতি খান্নাই প্রথম এই ছুটির মেজাজে আলোচনার প্রস্তাব দেন। সিনিয়র বিচারপতিদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। তাঁদের সম্মতি পেয়েই এই সিদ্ধান্ত। প্রধান বিচারপতি চেয়েছিলেন, দিল্লির বাইরে ছুটির মেজাজে হোক সুপ্রিম কোর্টের কাজকর্ম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না-সহ ২৫ বিচারপতি যাবেন বিশাখাপত্তনমে। সঙ্গে তাঁদের পরিবারও। ১১ ও ১২ জানুয়ারি সেখানে থাকবেন। আরাকু ভ্যালিতে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে। কয়েকজন বিচারপতি ১৩ তারিখও বিশাখাপত্তনমে থাকবেন। তবে, সরকারি খরচে নয়। লিভ ট্রাভেল কনসেশনের সুবিধা নিয়ে নিজেদের খরচেই ছুটি কাটাতে যাবেন বিচারপতিরা। তবে সুপ্রিম কোর্টের ইতিহাসে একসঙ্গে এত বিচারপতির ছুটি কাটাতে যাওয়া নজিরবিহীন।

এই নিয়ে প্রশ্ন উঠছে। শীর্ষ আদালতে বহু গুরুত্বপূর্ণ মামলা ঝুলে রয়েছে। বাংলার একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে সময়ের অভাবে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি-সহ ২৫ বিচারপতি একসঙ্গে ছুটিতে যাওয়া নিয়ে কটাক্ষ করছেন অনেকে।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version