Sunday, August 24, 2025

বিধ্বংসী দাবানলে বিধ্বস্ত হলিউড! স্থগিত অস্কার, বাতিল সব সিনেমার প্রিমিয়ার

Date:

লস অ্যাঞ্জেলস (LA) জুড়ে শুধুই মৃত্যু মিছিল। দাবানলে (Wild Fire) পুড়ে ছাই কয়েক হাজার বাড়ি। প্রকৃতির রোষানলে হলিউড তারকাদের প্রাসাদোপম বাড়ি, পেন্টহাউস, বহুমূল্য গাড়ি। ঘর ছাড়া তারকারা। ভস্মীভূত আমেরিকা তথা বিশ্বের সবথেকে অভিজাত এবং বিত্তশালী হলিউড হিলসের বিস্তীর্ণ এলাকা। স্টুডিও সিটিকে ছুঁয়েছে লেলিহান শিখা, বিখ্যাত ডলবি থিয়েটারের (Dolby Theatre) অস্তিত্ব সংকটের মুখে। এহেন পরিস্থিতিতে আপাতত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Oscar ) অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্কার নমিনেশনের দিনক্ষণও পিছিয়ে দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে সব সিনেমার প্রিমিয়ার বাতিল করা হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

দীর্ঘদিন বৃষ্টিহীন LA জুড়ে শুষ্ক হাওয়ার ইন্ধনে প্রবল গতিতে ছড়াচ্ছে দাবানল। হলিউড বোল, TCL চাইনিজ থিয়েটার চোখে নিমেষে শেষ। সৌজন্যে সানসেট ফায়ার (Sunset Fire)। আবার লস অ্যাঞ্জেলসের ন্যাশনাল ফরেস্ট জুড়ে আগুনের তান্ডবলীলার নেপথ্যে লিডিয়া ফায়ার। গোল্ডেন গ্লোব পুরস্কার জয়ী অ্যাড্রিয়েন ব্রডির বাড়ি পুড়ে ছাই।ভস্মীভূত গায়িকা অভিনেত্রী লিটন মিস্টারের বাড়ি। অস্কার, এমি, গোল্ডেন গ্লোব (Golden Globe) জয়ী অভিনেত্রী জেমি লি কারটিসের বাড়ি ও আগুনের হাত থেকে রক্ষা পায়নি। বেভারলি হিলসের গায়ে লেখা ‘HOLLYWOOD’ আর কতক্ষণ অক্ষত থাকবে, এখন সেটাই দেখার। পাঁচটি দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলস কাউন্টি। ক্যালিফোর্নিয়া যেন শ্মশান। ইতিমধ্যেই প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। উড়ছে ছয় শহর মৃত বেড়ে ১০। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগুন নেভানোর প্রয়োজনীয় জলটুকু মিলছে না ক্যালিফোর্নিয়ায়। এখান থেকে প্রায় এক লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পুড়ে ছাই অন্তত হাজার দশেক বাড়ি। জরুরি অবস্থা জারি করে জোরকদমে আগুন নেভানোর চেষ্টা চলছে। কিন্তু হাওয়ার তীব্র গতিবেগ তীব্র এবং পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ কার্যত অসম্ভব হয়ে পড়ছে। প্রত্যেকেই বলছেন লস অ্যাঞ্জেলসের ইতিহাসে এটাই সবথেকে ভয়ংকর দাবানল যা ক্রমশ তীব্র আকার নিচ্ছে।

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version