চুরির অভিযোগ! দলিত যুবককে উল্টো করে গাছে বেঁধে মার রাজস্থানে

রাজস্থানের (Rajasthan) বারমেরে বাইক চুরির অভিযোগে শ্রবণ মেঘবাল নামের ওই যুবককে আটকায় স্থানীয় বাসিন্দারা। এরপর তাকে গাছে পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে

0
1

বিজেপি শাসিত রাজস্থানে নিম্ন বর্ণের দলিত (Dalit) শ্রেণী মানুষের এখনও কতখানি হিংসার শিকার তার জ্বলন্ত ছবি উঠে এলো বারমের (Barmer) থেকে। বাইক চুরির অভিযোগে এক যুবককে পায়ে দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে বেধড়ক মারের ছবি ভাইরাল হয় (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। বারবার দয়া ভিক্ষা করলেও মারের হাত থেকে রক্ষা পায়নি শ্রবন মেঘবাল নামে যুবক। ঘটনায় চাপের মুখে শুধুমাত্র অভিযোগ দায়ের করেছে রাজস্থান পুলিশ (Rajasthan Police)।

রাজস্থানের (Rajasthan) বারমেরে বাইক চুরির অভিযোগে শ্রবণ মেঘবাল নামের ওই যুবককে আটকায় স্থানীয় বাসিন্দারা। এরপর তাকে গাছে পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। চলে বেধড়ক মারধর। শ্রবণের কাতর আর্জির ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ব বাংলা সংবাদ যাচাই করেনি) হওয়ার পর দলিত (Dalit) শ্রেণীর তরফ থেকে প্রবল প্রতিবাদ হয়। ভিডিওতে দেখা যায়, বহু মানুষ সেখানে উপস্থিত। অথচ কেউ তার সাহায্যে এগিয়ে আসা তো দূরের কথা, সবাই ভিডিও তুলতে ব্যস্ত ছিল।

এর আগেও বিজেপি শাসিত মধ্যপ্রদেশ (Madhyapradesh), উত্তরপ্রদেশে (Uttarpradesh) বারবার দলিত সম্প্রদায়ের মানুষের উপর নির্মম অত্যাচারের ঘটনা সামনে এসেছে। এবার ঘটনার রাজস্থানের। এই ঘটনার জেরে প্রবল চাপের মুখে বারমের পুলিশ ৫-৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। যদিও পুলিশের দাবি শ্রবণকে আগে বাইক চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছিল। যদিও উল্টো করে ঝুলিয়ে পেটানোর অভিযোগে কাউকে গ্রেফতার করেনি রাজস্থান পুলিশ।