Friday, December 19, 2025

অস্কারের পর পিছিয়ে গেল গ্র্যামি, দাবানলের বিপর্যয়ে শো বাতিল লোপেজের 

Date:

Share post:

এক সপ্তাহ হতে চললো কিন্তু এখনও নিয়ন্ত্রণে এল না দাবানল। সর্বগ্রাসী আগুনে পুড়ে ছাই তারকাদের বিলাসবহুল গাড়ি-বাড়ি। নিজেদের ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে তাঁদের। লস অ্যাঞ্জেলস জুড়ে শুধুই হাহাকার (wildfire in los angeles)। সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে হলিউড সুপারস্টাররাও। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চেয়ে নিজের সমস্ত অনুষ্ঠান আপাতত বাতিল করলেন বিখ্যাত পপ গায়িকা জেনিফার লোপেজ। এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Academy Awards) পিছিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছিল আগেই। এবার জানা গেল সেই পথেই হাঁটছে গ্র্যামি (Grammy ) অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজকরা। আগামী ৩ ফেব্রুয়ারি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকলেও আপাতত তা স্থগিত রাখা হচ্ছে। কবে চলতি বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডস দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়।

ডলবি থিয়েটারে (Dolby Theatre) ২ মার্চ অস্কার পুরস্কার প্রদানের অনুষ্ঠান রয়েছে। ১৭ জানুয়ারি মনোনয়নের ঘোষণা হওয়ার কথা ছিল, যা দুদিন পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। তবে মূল অনুষ্ঠানের দিনও পিছিয়েছে বলে জানা যাচ্ছে। ২০২৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন টেলিভিশন শো-র জনপ্রিয় সঞ্চালক কোনান ও ব্রায়েন। সান্টা মোনিকায় ‘ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডস’ (Critics Choice Awards) ১২ জানুয়ারির পরিবর্তে আগামী ২৬ জানুয়ারি হবে বলে এখনও পর্যন্ত খবর রয়েছে। যদিও উদ্যোক্তারা জানিয়েছেন পরিস্থিতি বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কবে আবার স্বমহিমায় ফিরবে হলিউড, তা জানা নেই। এই মুহূর্তে ব্যবসার কথা না ভেবে বিধ্বস্তদের পাশে দাঁড়ানোটাই কর্তব্য হওয়া উচিত বলে মনে করছে আমেরিকার বিনোদন জগত।

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...