Saturday, July 5, 2025

বিজেপি বিরোধী জোট নিয়ে আঞ্চলিক দলগুলির অবস্থান তৃণমূলের তরফ থেকে স্পষ্ট করে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জোট গঠনের শুরু থেকে যে এলাকায় যে দল শক্তিশালী সেই দলকে সমর্থনের যে অঙ্গীকার I.N.D.I.A. জোট সদস্যরা নিয়েছিল, তা দিল্লি বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election) বিতর্কের আগে ফের একবার স্মরণ করিয়ে দিলেন তিনি। সেই সঙ্গে দিল্লি নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার ক্ষমতাশালী আপ-কে সর্বশক্তি দিয়ে সহযোগিতা করার বার্তাও দিলেন।

সম্প্রতি একের পর এক আঞ্চলিক ও জোট সঙ্গী দল কংগ্রেসের সঙ্গে জোটের পথ থেকে সরে এসেছে স্থানীয় নির্বাচনে। দিল্লিতে প্রকাশ্যে আপের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ির পথে নেমেছে কংগ্রেস ও রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে জোট তৈরির প্রাথমিক নীতিটি স্মরণ করিয়ে দিলেন অভিষেক। তিনি বলেন, যখন I.N.D.I.A. জোট তৈরি হয়েছিল তখন একটা সিদ্ধান্ত সকলে সমর্থন করেছিল যে যেখানে শক্তিশালী সেখানে সর্বশক্তি প্রয়োগ করে তাঁর পাশে দাঁড়ানো উচিত। যেমন বাংলায় তৃণমূলের (TMC) ক্ষমতা রয়েছে। তৃণমূলের সঙ্গে জোটের শরিকরা সকলে দাঁড়াবে। দিল্লিতে আপের (AAP) সরকার রয়েছে। যেখানে ওদের ক্ষমতা ওদের সঙ্গে আমরা দাঁড়াবো। যেখানে কংগ্রেস (Congress), ডিএমকে-র (DMK) ক্ষমতা সেখানে তাঁদের পাশে দাঁড়াবো।

সেই সঙ্গে দিল্লি নির্বাচনে আপ-কে (AAP) সমর্থন করার কারণও স্পষ্ট করে দেন তিনি। অভিষেকের দাবি, গত নির্বাচনে আপের সরকার ৭০ আসনের মধ্যে ৬৭ আসন জিতেছিল। যেখানে ওদের হাতে ক্ষমতা সেখানে ওদের সঙ্গে আমরা দাঁড়াব। দিল্লিতে (Delhi) বিজেপিকে পরাজিত কে করতে পারে? আম আদমি পার্টি (AAP) করতে পারে, না কংগ্রেস পারে। আম আদমি পার্টি করতে পারে। বিজেপিকে পরাজিত করা উদ্দেশ্য যদি হয় যে বিজেপিকে পরাজিত করতে সর্বশক্তি প্রয়োগ করছে তাকে বলিষ্ঠ করব। তা নাহলে বিজেপির লাভ।

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version