Wednesday, August 27, 2025

আর জি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়: সাজা ঘোষণা সোমবার

Date:

Share post:

কলকাতা পুলিশের হাতে গ্রেফতার সঞ্জয় রায়কেই আর জি কর খুন ও ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত (conviction) করল শিয়ালদহ জেলা দায়রা আদালতের (Sealdah Court) বিচারক অনির্বাণ দাস। সিবিআই-এর (CBI) তদন্তের ভিত্তিতে রায় ঘোষণা করেন বিচারক। সোমবার সাজা ঘোষণা হবে এই মামলার। তখনই বোঝা যাবে সর্বোচ্চ শাস্তি হবে কি না জঘন্য অপরাধের। যদিও এই মামলায় সর্বোচ্চ শাস্তির সম্ভাবনার কথাও শনিবার আদালতে জানান বিচারক। যদিও এদিনও সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করে।

শনিবার সকাল থেকে শিয়ালদহ আদালত চত্বরের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রাখে কলকাতা পুলিশ (Kolkata Police)। ত্রিস্তর নিরাপত্তার মধ্যে দিয়ে বেলা ১টা নাগাদ আদালতে প্রিজন ভ্যানে (prison van) এসে পৌঁছায় সঞ্জয় (Sanjay Ray)। বেলা ২.১৫ নাগাদ বিচারক অনির্বান দাসের এজলাসে শুরু হয় এই মামলার রায়দান প্রক্রিয়া। বিচারক আর জি কর মামলার ঘটনা বিবরণী পড়ে শোনান। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সঞ্জয়ের ডিএনএ নমুনা পাওয়া গিয়েছিল ঘটনাস্থলে। এরপরই বিচারক জানান সব দিক থেকে দোষী সাব্যস্ত (conviction) সঞ্জয় রায়ই। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৪, ৬৬ ও ১০৩(ক) ধারায় দোষী সাব্যস্ত করা হয় তাকে।

বিএনএস-এর (BNS) ৬৪ ধারা অনুযায়ী ধর্ষণে অভিযুক্ত সঞ্জয়ই। সেই সঙ্গে বিএনএস-এর ৬৬ ধারা অনুযায়ী ধর্ষণের সময় গুরুতর আঘাতের কারণে মৃত্যুর দোষীও সঞ্জয়। আবার বিএনএস-এর ১০৩ (ক) ধারা অনুযায়ী খুনেও অভিযুক্ত সে। বিচারক তাকে দোষী সাব্যস্ত করার পরই নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করে সঞ্জয় (Sanjay Ray)। বিচারক তার কথা শুনে জানান, সোমবার তার কথা শোনা হবে। সেই সঙ্গে জানান, এই অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি (capital punishment) হতে পারে। সোমবার বেলা ১২.৩০ মিনিটে সেই সাজা (punishment) শোনাবেন বিচারক।

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...