Wednesday, May 7, 2025

CPIM-এর সেন্ট্রাল কমিটিতে নেই বাংলার ইস্যু! তৃণমূলের অনুকরণে এক দেশ এক ভোট বিরোধিতা

Date:

ভারত বাংলাদেশ অশান্ত পরিস্থিতিতে প্রতিদিন বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ (infiltration)। তার জেরে বাংলায় একের পর এক গ্রামে অশান্তি। অনুপ্রবেশ বিজেপি শাসিত অসম ত্রিপুরার মতো রাজ্যগুলিতেও। তবে সিপিআইএমের (CPIM) সেন্ট্রাল কমিটির বৈঠকে উঠলো না সেই প্রসঙ্গ। অন্যদিকে সংসদে এক দেশ এক ভোট (One Nation One Vote) নিয়ে সরব না হলেও তৃণমূলের অনুকরণেই এবার বিজেপির এক দেশ এক ভোট নীতির সমালোচনা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির(Central Committee)।

রবিবার সিপিআইএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির আলোচনার শেষে প্রকাশ করা হল তাদের এবারের আলোচনার বিষয়বস্তুগুলি। কোন বিষয়ের উপর জোর দিয়ে বিজেপির বিরুদ্ধে পথে নামছে তারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল। সেখানে দেশের বিষয়ের পাশাপাশি জায়গা পেয়েছে ইজরাইল প্যালেস্তাইন যুদ্ধ (Israel Palestine war)। গুরুত্ব দেওয়া হয়েছে এক দেশ এক ভোট (One Nation One Vote) নীতির খারাপ দিকগুলিকে। বিজেপির একের পর এক মসজিদের উপর আঘাত হানার সমালোচনা হয়েছে। কৃষি ও কৃষি বিপণনে (agri marketing) বিজেপির ভ্রান্তনীতির বিরোধিতার পাশাপাশি জায়গা পেয়েছে নির্বাচন কমিশনের (CEC) পক্ষপাতিত্বের বিষয়ও। তবে আলোচনা হয়নি সীমান্তের (Indo-Bangladesh border) উত্তেজনার বিষয়গুলি নিয়ে।

কেন্দ্রের বিজেপি সরকার দেশের ওপর জোর করে এক দেশ এক ভোট নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সরব হয়েছিলেন তৃণমূলের সংসদরা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় একের পর এক যুক্তি দিয়ে তুলে ধরেছিলেন কিভাবে এতে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর (federal structure) উপর আঘাত হানা হচ্ছে। সংসদে সিপিআইএম সংসদরা এই নিয়ে নীরব থাকলেও এবার কেন্দ্রীয় কমিটিতে গুরুত্ব দেওয়া হল এক দেশ এক ভোট-এর বিরোধিতাকে।

মাদুরাই-এ ২ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে ২৪তম পার্টি কংগ্রেস (Party Congress)। সেখানেই আলোচিত হবে এই বিষয়গুলি। তার আগে ১ ফেব্রুয়ারি বিভিন্ন রাজ্যের কমিটিগুলিকে কেন্দ্রীয় কমিটির কলকাতায় নেওয়া বিষয়গুলি প্রকাশ করে দেওয়া হবে।

Related articles

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...

বিগত দশ বছরের মধ্যে এবারের রেজাল্ট সবচেয়ে ভালো, জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথায়...
Exit mobile version