কলকাতার আরজি কর হাসপাতালের পর এবার মালদহে ধর্ষণের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ পেয়ে পঙ্কজ মণ্ডল (Pankaj Mondal) নামে সিভিককে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ (Manikchak Police)। নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের মায়ের কাছে গেছিলেন গৃহবধূ। কারণ তিনি এলাকায় ঝাড়ফুঁক করে অসুস্থদের সারিয়ে তোলার কারণে পরিচিত। কিন্তু গৃহবধূ সেখানে পৌঁছে দেখেন পঙ্কজের মা বাড়িতে নেই। এই অবস্থার সুযোগ নিয়েই অভিযুক্ত গৃহবধূকে ধর্ষণ করে বলে দাবি করেছেন নির্যাতিতা।

পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণে অভিযুক্ত পঙ্কজ মণ্ডল মালদহের মানিকচকের ডোমহাটের ডালুটোলার বাসিন্দা। নির্যাতিতার দাবি, বেশ কয়েকদিন ধরে পেট ব্যথা সমস্যায় ভুগছিলেন। চিকিৎসককে দেখিয়েও তেমন সুফল না মেলায় ‘দৈব উপায়ে’ রোগমুক্তির আশা নিয়ে সিভিকের মায়ের কাছে গেছিলেন। কিন্তু সেখানে গিয়ে তাঁকে ধর্ষিতা হতে হবে এ কথা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। বাড়ি ফিরে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন গৃহবধূ যে কাউকে কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। পরে তার তাঁর সবটা জেনে পঙ্কজের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

–

–

–

–

–

–

–

–

–
