পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন । পারছিলেন না প্রেমিকার টাকার চাহিদা। তার ওপরে জানতে পারেন আরও একাধিক যুবকের সঙ্গে একই খেলা চালিয়ে যাচ্ছেন তরুণী। প্রতিশোধ নিতে প্রেমিকাকে নিজের এলাকায় ডেকে পাঠিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মায়াহাউড়ি গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকা। এই ঘটনায় অভিযুক্ত গিয়াসউদ্দিন গাজিকে কুলতলি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, দিন কয়েক আগে মায়াহাউড়ি গ্রাম পঞ্চায়েতের রথতলা এলাকায় ফাঁকা মাঠের মধ্যে অজ্ঞাতপরিচয় তরুণীর দেহ উদ্ধার হয়। তদন্তে নামে পুলিশ । জানা যায় মৃতার নাম লতিফা খাতুন। এর পর পুলিশের হাতে আসে একটা ছবি। যাতে বকুলতলা থানা এলাকার মণিরতটের বাসিন্দা গিয়াসউদ্দিন গাজির সঙ্গে দেখা যাচ্ছে লতিফাকে।

পুলিশ জানতে পারে গিয়াসউদ্দিন পরিযায়ী শ্রমিক। সোশ্যাল মিডিয়ায় মুর্শিদাবাদের বাসিন্দা লতিফার সঙ্গে তাঁর পরিচয় হয়। এর পর ঘনিষ্ঠতা বাড়ে। লতিফা ও গিয়াসউদ্দিন ২ জনেই বিবাহিত। ধৃত গিয়াসউদ্দিন জানিয়েছে, প্রণয়ের সম্পর্কে জড়ানোর পর থেকেই তার কাছে টাকা চাইতে শুরু করে লতিফা। ক্রমশ তার চাহিদা বাড়তে থাকে। সম্প্রতি লতিফার চাহিদা এতই বেড়ে গিয়েছিল যে টাকার জোগান দিতে হিমসিম খাচ্ছিল গিয়াসউদ্দিন। তার ওপরে সে জানতে পারে একাধিক যুবকের সঙ্গে লতিফার এই ধরণের সম্পর্ক রয়েছে। এতেই মাথায় রক্ত উঠে যায় তার। লতিফাকে খুন করার পরিকল্পনা করে গিয়াসউদ্দিন।

জেরায় ধৃত জানিয়েছে, খুন করার পরিকল্পনা নিয়ে লতিফাকে মুর্শিদাবাদ থেকে জয়নগরে ডেকে পাঠায় সে। এর পর তাকে খুন করে দেহ ফাঁকা ধানক্ষেতে ফেলে পালায়।

আরও পড়ুন- চতুর্থ দিনেও রেকর্ড গড়ল দুয়ারে সরকার! শিবির ছাড়াল ৭ লক্ষের গণ্ডি

_

_

_

_

_

_
_