Saturday, May 3, 2025

প্রায় ১৪ বছর পর বিধানসভায় আসন বদল হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।এত দিন বিধানসভায় যে আসন তার জন্য নির্দিষ্ট ছিল, সেখানে বসতে পারবেন না তিনি। কারণ তিনি প্রাক্তন মন্ত্রী। আপাতত তার জন্য নতুন আসন নির্দিষ্ট করা হয়েছে বিধানসভায়।

জানা গিয়েছে,আগামী বাজেট অধিবেশনে থাকবেন তিনি। ২০১১ সাল থেকে তিনি রাজ্যের পূর্ণমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১০ বছর খাদ্যমন্ত্রী ছিলেন। ২০২১ সালে তিনি বন দফতরের দায়িত্ব পান। এমনকী, হাবড়ার তিন বারের বিধায়ক জ্যোতিপ্রিয়। ২০০১ সাল থেকে তিনি রাজ্য বিধানসভার সদস্য। আগে বিরোধী আসনে বসতেন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ট্রেজারি বেঞ্চে তার জায়গা হয়েছিল।

রেশন দুর্নীতিকাণ্ডে ২০২৩ সালে তাকে গ্রেফতার করে ইডি। ১৪ মাস জেলবন্দি ছিলেন।গত ১৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু এখন তার মন্ত্রীত্ব না থাকায় বিধানসভায় পুরনো আসনে বসতে পারবেন না প্রাক্তন খাদ্য এবং বনমন্ত্রী।যদিও জেলমুক্তির পর তাকে বিধানসভার দু’টি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বও দেওয়া হয়েছে। লোকাল ফান্ড অ্যাকাউন্ট এবং অচিরাচরিত শক্তি দফতরের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পেয়েছেন।

রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। বর্তমানে জ্যোতিপ্রিয় মন্ত্রী নন ঠিকই, তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বিধায়ক।বিধানসভা সূত্রে জানা গিয়েছে, তার জন্য ট্রেজারি বেঞ্চের কাছে তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষের পাশের আসনটি বরাদ্দ করা হয়েছে।এ বার থেকে ট্রেজারি বেঞ্চের কাছে নতুন আসনে বসবেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়।

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version