Wednesday, August 20, 2025

কুম্ভমেলায় তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে পরিকল্পনা করে, যোগী সরকারকে তোপ কুণালের  

Date:

কুম্ভমেলায় প্রথম থেকেই অব্যবস্থা না হলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটতো না। এমনকি তথ্য গোপন করা হচ্ছে।মেলা নিয়ে কোনও পরিকল্পনা ছিল না, কিন্তু ধামা চাপা দেওয়া হচ্ছে পরিকল্পনা করে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুক্রবার সাফ জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এমনকী, এখন দেখা যাচ্ছে তার আশপাশের এলাকাতেও চূড়ান্ত অব্যবস্থা। সেখানেও কোনও সঠিক পরিকল্পনাই ছিল না, পরিকাঠামো ছিল না। অথচ হাইপ তুলে দিয়ে লোক ডেকে আনা হয়েছে।

এদিন কুণাল ফের অভিযোগ করেন, যারা নিহত হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত ঠিক করে দেওয়া হয়নি। অনেকেই বলছেন যাতে ক্ষতিপূরণ না দিতে হয় সেই কারণেই এই পদক্ষেপ।আহতদের চিকিৎসার ব্যবস্থা হয়নি। মৃতদের ময়নাতদন্ত হয়নি, সাদা কাগজে চিরকুটে লিখে দেওয়া হচ্ছে। কুণাল বলেন, এখনও অনেক তথ্য সামনে আসা বাকি আছে। মৃতদের প্রতি সঠিক দায়িত্ব পালন করেনি যোগী সরকার। আহতদের প্রতিও যথাযথ দায়িত্ব পালন করা হয়নি। যারা নিখোঁজ আছেন তাদের খোঁজার জন্য নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই।

গঙ্গাসাগর মেলায় আমাদের যথেষ্ট পরিকল্পনা নিয়ে করা হয়। একটি টাকাও কেন্দ্রীয় সরকার দেয় না। অথচ কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়া হলো, কিন্তু কোনও পরিকল্পনা করা হলো না। অভিযোগ আসছে, মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর জন্য নানান ধরনের পথ নেওয়া হচ্ছে।তিনি বলেন, এগুলো তদন্ত হওয়া উচিত। কতজন মারা গিয়েছেন, কতজন নিখোঁজ, কত জন আহত হয়েছেন তার সটিক তথ্য সামনে আনা হোক। সব জায়গা থেকে সঠিক তদন্তের দাবি উঠে আসছে।

 

Related articles

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...
Exit mobile version