Saturday, December 20, 2025

অবসরের পরই নিজের দ্বিতীয় ইনিংস নিয়ে মুখ খুললেন ঋদ্ধি, পাপালিকে শুভেচ্ছা শামির

Date:

Share post:

অবশেষে তিনি প্রাক্তন। ঘরের মাঠ ইডেনেই জীবনের শেষ ম্যাচ খেললেন ঋদ্ধিমান সাহা। রঞ্জিট্রফির মরশুম শুরুর আগেই জানিয়ে ছিলেন এটাই শেষ মরশুম তাঁর। সেই মতই আজ ইডেনে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলার পাপালি। আর জীবনের শেষ ম্যাচও জয় দিয়েই শেষ করলেন তিনি। ইডেনে খেলা শেষে সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়েন ঋদ্ধি। এবার দ্বিতীয় ইনিংস শুরু করতে চান ঋদ্ধি। নিজে মুখেই জানালেন তিনি।

ম্যাচ শেষে ঋদ্ধি বলেন, “ সত্যিই অনেকটা পথ পেরোলাম। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি। যে দলের হয়ে খেলেছি নিজের সেরাটা দিয়েছি। অনেক স্মৃতি রয়েছে। আমার এই যাত্রাপথে যারা পাশে থেকেছে প্রত্যেককে ধন্যবাদ। এবার পরিবারের সঙ্গে সময় কাটানোর পালা।“

ঋদ্ধি বিদায় ম্যাচে আবেগে ভাসেন দলের কোচ থেকে সতীর্থরা। এমনকি বিরাট বার্তা দিলেন ভারতীয় দলের তারকা বোলার সতীর্থ মহম্মদ শামি। পাপালির বিদায় নিয়ে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। তিনি বলেন, “ ঋদ্ধি সমসময় দলের জন্য খেলেছে। তরুণদের সাহায্য করেছে। সবচেয়ে ভাল বিষয় হল, দেশের হয়ে খেলার মাঝেও ঋদ্ধি সময় বার করে বাংলার হয়ে খেলেছে। ওর দায়বদ্ধতা দেখে বাকিদের শেখা উচিত। কেরিয়ারের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ও একই রকম থেকে গেল। ভবিষ্যতের জন্য ওকে শুভেচ্ছা।“ বাংলার সতীর্থ অনুষ্টুপ মজুমদার বলেন, “ জুনিয়র ও সিনিয়র স্তরে আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। ভাল ব্যাটার হওয়ার পাশাপাশি উইকেটের পিছনেও ঋদ্ধি দুর্দান্ত। অসাধারণ সব ক্যাচ ধরেছে। ওর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।“

মহম্মদ শামি সোশ্যাল মিডিয়ায় লেখেন , “ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে আজ বিদায় জানাচ্ছি। ওর অসাধারণ উইকেটকিপিং কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছে। মাঠে হোক বা মাঠের বাইরে, তোমার কৃতিত্ব পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।“

১৮ বছরের কেরিয়ারে ১২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ঋদ্ধি। করেছেন ৬৪২৩ রান। সর্বোচ্চ রান অপরাজিত ২০৩। প্রথম শ্রেণির ম্যাচে ৩১৩টি ক্যাচ নিয়েছেন তিনি। করেছেন ৩৭টি স্টাম্প। ২০২২ সালে বাংলা ছেড়ে ত্রিপুরা চলে যান ঋদ্ধি। দু’টি মরশুম সেখানে খেলার পরে আবার বাংলায় ফিরে আসেন তিনি ।

আরও পড়ুন- স্যান্টোসে ফিরেই কান্নায় ভাসলেন নেইমার

spot_img

Related articles

বিজয় হাজারে ট্রফির প্রস্তুতিতে সমস্যা বাড়ল বাংলা দলের

বিজয় হাজারে ট্রফি জয়ের লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। কিন্তু প্রথম দিন মাঠে যেতেই সমস্যার সম্মুখীন হতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব বাড়লো অক্ষরের, ওয়াইল্ড কার্ডে চমক দিলেন ঈশান!

বছর ঘুরলেই ক্রিকেটপ্রেমীদের নজরে বাইশ গজে কুড়ি-কুড়ি বিশ্বকাপের লড়াই (T20 World Cup 2026)। পূর্ব ঘোষণা মতোই শনিবার ২০২৬...

We want East Bengal Back: মোদির সভায় কী বাংলাদেশ দখলের ডাক!

প্রতিবেশী বাংলাদেশে অস্থির পরিস্থিতি। রাজনৈতিক নেতা থেকে মৌলবাদী নেতারা বারবার ভারত-বিরোধী ডাক দিচ্ছেন। আক্রান্ত হচ্ছে ভারতের দূতাবাস। তা...

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...