Sunday, November 9, 2025

অনুরাগীর ভালবাসাকে গুরুত্ব দিয়েই তরুণীর ঠোঁটে ঠোঁট, চুমু বিতর্কে সাফাই ‘ভদ্রলোক’ উদিতের

Date:

Share post:

বলিউডের আপাত নিরীহ ‘ভদ্রলোক’ গায়ক উদিত নারায়ণ (Udit Narayan) মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অনুরাগী এক তরুণীর ঠোঁটে ঠোঁট রেখে বিতর্কের জন্ম দিয়েছিলেন দিন কয়েক আগে। এবার তার প্রেক্ষিতে জুড়লেন নয়া সাফাই। গায়ক সাফ জানিয়েছেন, ‘‘ আসলে অনুরাগীরা আমাদের দেখে পাগলের মতো করতে থাকে। আমি নিপাট ভদ্রলোক। ওরা যখন সামনে থেকে এতটা ভালবাসা দেয় তখন সেটাকে অগ্রাহ্য কি করা যায়!” এর পরেই অবশ্য তাঁর সংযোজন, বিষয়টাকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। কিন্তু গায়ক (Singer) বললেই তো হল না, সেলিব্রেটিদের কর্মকাণ্ডের বিতর্ক এত সহজে থামার নয়। তাই লাইভ পারফরমেন্স চলাকালীন উদিতের (Udit Narayan) আচরণের তীব্র নিন্দা করে সমাজমাধ্যমে মন্তব্য আর কটাক্ষের ঝড়।

ভারতীয় সিনে দুনিয়ার প্লেব্যাক সিঙ্গারদের তালিকায় অন্যতম বড় নাম উদিত নারায়ণ। দীর্ঘ ৪৬ বছরের ক্যারিয়ার গায়কের। আপাতদৃষ্টিতে তাঁকে নিপাট ভদ্রলোক বলেই মনে হয়। অসংখ্য গান গেয়ে একাধিক সম্মানীয় পুরস্কার জিতে নিয়েছেন, জয় করেছেন অনুরাগীদের মন। দেহের বয়স বাড়লেও কণ্ঠের জাদু এতটুকু কমেনি। সেই উদিত এ কী করলেন? বেশ খোশমেজাজে মঞ্চে গাইছিলেন ‘টিপ টিপ বরসা পানি’। অনুরাগীর আবদার নিজস্বী তোলার। কিন্তু গায়ক হঠাৎই এক তরুণীর ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরলেন। গোটা ঘটনায় রীতিমতো অবাক ওই তরুণী, এমনকি উপস্থিত দর্শকরাও। তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা ওই মহিলা ফ্যানকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। গায়কের এই কীর্তিতে কার্যত সমালোচনা আর কটাক্ষের বন্যা বয়ে যায়। এবার পাল্টা সাফাই দিতে মুখ খুললেন উদিত। চুমু বিতর্কে গায়ক বলেন, ‘‘আসলে আমাদের পরিবারের কোনও ধরনের বিতর্ক নেই। আমার ছেলেও বড্ড শান্ত স্বভাবের, কোনও ঝামেলায় থাকে না। আমি যখন মঞ্চে গাই আমাকে দেখে তখন অনেকের পাগল মনে হতে পারে। আসলে শ্রোতারা আমাকে ভালবাসেন, তাঁদের খুশি করা আমারও দায়িত্ব। নয়তো আমি সেরকম মানুষ নই।’’ নিজেকে যতই ‘ভদ্রলোক’ বলে দাবি করুন না কেন উদিত, এই কাণ্ডের পর অনেকেই বলছেন স্বনামধন্য গায়কের এহেন আচরণ কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...