Thursday, November 6, 2025

রাজ্যের সদর্থক ভূমিকা সত্ত্বেও, বিকাশ রঞ্জনের বাধায় কাটল না নিয়োগ-জট

Date:

ফের আটকে গেল কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরি, নেপথ্যে বামনেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছেন সিপিআইএমের বিকাশরা। মুখে নীতি জ্ঞানের বুলি আওড়ে মামলাকারীদের ভুল বুঝিয়ে মোটা টাকা পারিশ্রমিক নিচ্ছেন আর মামলাবাজির নামে যোগ্য প্রার্থীদের নিয়োগ আটকে দিচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)বারবার চাকরি দিতে চাইলেও সিপিএমের আইনজীবী-নেতা ও তাঁর চেলা-চামুণ্ডাদের কলকাঠিতে তা বাধা পাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে শুক্রবারেও (৬ ফেব্রুয়ারি) একই ঘটনার পুনরাবৃত্তি। এদিনও কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় কাটলো না নিয়োগ জট।

২০১৬ সালের এসএলএসটি-র (SLST)মাধ্যমে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরিপ্রার্থীদের নিয়োগের প্যানেল প্রস্তুত হয়েছিল। অধিকাংশ চাকরিপ্রার্থী নিয়োগপত্রও পেয়ে গিয়েছিলেন। কিন্তু মাত্র কয়েকজন অযোগ্য প্রার্থীর করা নতুন মামলায় আটকে রয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগের বিষয়ে রাজ্য সরকার শূন্যপদও তৈরি করেছিল। পর্ষদও হলফনামা দিয়ে জানিয়েছে যে, এই প্যানেল বৈধ। কিন্তু নিয়োগ পাওয়া যোগ্য চাকরিপ্রার্থীদের দাবি, বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছেন বাম নেতা আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও তাঁর জুনিয়র সুদীপ্ত দাশগুপ্তেরা। শুক্রবারও বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে তাঁদের দাবি ছিল, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। শীর্ষ আদালতে শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্টের এই মামলার শুনানিতে স্থগিতাদেশ দেওয়া হোক। এই দাবির কোনও যুক্তি নেই। রাজ্যের তরফে এই জট কাটাতে এদিন সদর্থক ভূমিকা নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তাঁর বক্তব্য, হলফনামা রয়েছে। শীর্ষ আদালতের সঙ্গে এই মামলার কোনও সম্পর্ক নেই। একটা মেমো নম্বর ছাড়া এর সঙ্গে কোনও যোগ নেই। শীর্ষ আদালতে ২৫ জন মামলা করেছেন। তাঁদের চাকরির পদ ফাঁকা রাখবে সরকার। এই মামলার ২৫ জন মামলাকারীর জন্য ১৬০০ শূন্যপদে নিয়োগ আটকে রয়েছে। পদ শূন্য রেখে বাকিদের নিয়োগ করার অনুমতি দিক আদালত। স্কুলগুলির সমস্যা হচ্ছে। নিয়োগপত্র পেয়েও আইনি জটে আটকে থাকা চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী অয়ন চক্রবর্তী, বিশ্বরূপ ভট্টাচার্য, আশিসকুমার চৌধুরীরাও জানান, শুধুমাত্র ২৫ জনের জন্য যাঁদের চাকরি আটকে রয়েছে, তাঁরা প্রত্যেকেই যোগ্য। শীর্ষ আদালতের ওই মামলার সঙ্গে এর কোনও যোগ নেই। শুধুমাত্র একটা মেমো নম্বর কমন থাকার কারণে এই জটিলতা। এতগুলো যোগ্য প্রার্থীর চাকরি আটকে রয়েছে।

এদিন বিচারপতি জানতে চান যে, সকলেই শিক্ষক হিসাবে কাজ করার জন্য নিয়োগপত্র চাইছেন। সেক্ষেত্রে নিয়োগ কোথায় আর কীভাবে হবে? এর উত্তরে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল তার যথাযথ ব্যাখ্যা দেন। এদিন আদালতে রাজ্য সরকারের ভূমিকায় খুশি যোগ্য চাকরিপ্রার্থীরা। তাঁরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। সুপ্রিম কোর্টে ১০ তারিখে মামলা আছে। এখন রায়ের অপেক্ষা। পাশাপাশি অযোগ্য প্রার্থীদের হয় মামলা করে বার বার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছেন বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version