Sunday, May 18, 2025

‘এলো যে প্রেমের দিন’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

‘ প্রেমের জোয়ারে
ভাসাবে দোঁহারে
বাঁধন খুলে দাও , দাও দাও ।
ভুলিব ভাবনা
পিছনে চাব না ,
পাল তুলে দাও , দাও দাও ।’

শহীদ ভ্যালেন্টাইন । বিশ্ববাসীর জন্য প্রেমের দরজা হাট করে খুলে দিতে গিয়ে কারারুদ্ধ হন এবং মৃত্যুবরণ করেন । তারপর কিন্তু সত্যিই খুলে যায় প্রেমের দরজা। পৃথিবী জুড়ে শুরু হয় প্রেমপার্বণ । ১৪ ফেব্রুয়ারি সেই বিশেষ দিনটি । ভালোবাসা দিবস । যদি প্রেম দিলে না প্রাণে , কেন ভোরের আকাশ ভরিয়ে দিলে এমন গানে গানে … স্রষ্টার কাছে এমনতরো অনুযোগ করার কোনো অবকাশ থাকে না এই দিনটিতে । অথচ প্রাচীন পর্দা ঠেলে ইতিহাসের অতলে চোখ রাখলে দেখা যায় এক অতীব বেদনাবিধুর ছবি ।

ভালোবাসা ছাড়া আর আছেই বা কী ? ভালোবাসাই তো সমস্ত সুখ ও সৃজনের উৎস । বাকিটা তো ঈর্ষা , হিংসা , ছল , কপটতা , প্রতারণা , হানাহানি আর বিরামহীন খুনোখুনি । এইসব আবিলতার অন্ধকারে পাঁকে পদ্মফুলের মতো ‌জেগে থাকে ভালোবাসার মায়ামাখা একটুকরো আলো। শুধু সেটুকুই কান্তিময় । সেটুকুই তিমিরবিনাশী । বাকিটা যেন তিন আঙুলের জীবনে সাতশো মাইল অন্ধকার । কবির ভাষায় , সাতশো মাইল অন্ধকারে একটা জীবন একটা বিন্দু । তাই ভালোবাসার আলো ছাড়া গতি নেই মানবসভ্যতার ।

অত্যাচারী রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস তৃতীয় শতকে সমগ্র রোমান সম্প্রদায়কে ১২ জন দেবতার আরাধনা করার নির্দেশ দেন। সেসময় খ্রীষ্ট ধর্ম প্রচার করা ছিল কঠোরভাবে নিষিদ্ধ । এমনকি খ্রীষ্টানদের সঙ্গে মেলামেশা করলেও মৃত্যুদণ্ড দেওয়া হতো । এদিকে সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন খ্রীষ্টধর্ম নিবেদিতপ্রাণ । মৃত্যুভয়ে তিনি তাঁর প্রিয় ধর্ম ত্যাগ করতে রাজি হননি । তাই যা হবার তাই হলো । রাজ আদেশ অমান্য করার দায়ে সম্রাট ক্লডিয়াস তাঁকে কারাগারে বন্দী করে রাখলেন । বন্দী অবস্থায় ভ্যালেন্টাইনের জীবনের শেষ দিনগুলোতে ঘটলো জাদুকরী ঘটনা । সেখানকার কারারক্ষী ভ্যালেন্টাইনের প্রজ্ঞায় মুগ্ধ হয়ে ভ্যালেন্টাইনকে একটা বিশেষ অনুরোধ করে ফেলেন । তিনি বলেন , ভ্যালেন্টাইন যদি অনুগ্রহ করে তাঁর জন্মান্ধ মেয়ে জুলিয়াকে একটু লেখাপড়া শেখান তাহলে মেয়েটি শিক্ষার আলো পেতে পারে । জুলিয়া অন্ধ হলেও ছিলেন খুবই মেধাবী । জুলিয়াকে রোমের ইতিহাস পড়ে শোনাতেন এবং গণিত শেখাতেন ভ্যালেন্টাইন । প্রকৃতির শোভা বর্ণনা করতেন , ঈশ্বরের মহিমা বোঝাতেন । অন্ধ মেয়েটি ভ্যালেন্টাইনের চোখে তাঁর অদেখা পৃথিবীকে যেন দেখতে পেতেন । ধীরে ধীরে মেয়েটির জ্ঞান , উপলব্ধি ও মানসিক শক্তির আধার হয়ে ওঠেন ভ্যালেন্টাইন । তাঁর শান্ত , প্রসন্ন ও প্রেমময় প্রতিমূর্তি যেন হৃদয় দিয়ে প্রত্যক্ষ করতেন জুলিয়া ।

তাঁর মধ্যে এই বিশ্বাস জাগে যে , ঈশ্বর মানুষের সব প্রার্থনা শোনেন এবং সমস্ত ইচ্ছা পূরণ করেন । এভাবে একান্তে প্রার্থনা করতে করতে একদিন স্বচক্ষে পৃথিবীটা দেখার সাধ পূরণ হয় জুলিয়ার । তাঁর নাকি দৃষ্টিশক্তি ফিরে আসে । তাঁর অন্ধজীবনের সমাপ্তি ঘটে । কিন্তু তখন সময় ঘনিয়ে এসেছে ভ্যালেন্টাইনের । ক্রুদ্ধ ক্লডিয়াস ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ডের দিন ধার্য করলেন। দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি , ২৭০ অব্দ ।

মৃত্যুর আগের দিন জুলিয়াকে একটি চিঠি লেখেন তাঁর শিক্ষক ভ্যালেন্টাইন । চিঠির শেষে লেখা ছিল , ‘ ফ্রম ইওর ভ্যালেন্টাইন ‘ । তারপর এলো শেষ মুহূর্ত । তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো ১৪ ফেব্রুয়ারি । তাঁকে বর্তমান রোমের প্রক্সিদেস গির্জার সংলগ্নস্থলে সমাহিত করা হয়। কথিত আছে , জুলিয়া ভ্যালেন্টাইনের কবরের কাছে একটি আমন্ড গাছ লাগান , যে গাছ ভরে থাকতো গোলাপী ফুলে । সেখান থেকেই আমন্ড গাছ স্থায়ী প্রেম ও বন্ধুত্বের প্রতীক । পরবর্তীতে ৪৯৬ অব্দে পোপ প্রথম জেলাসিউস ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন । বর্তমানে ১৪ ফেব্রুয়ারি দিনটি বিশ্বজুড়ে ভালোবাসা দিবস হিসেবে পালিত হয় । শুধুমাত্র প্রেমিক-প্রেমিকারাই নয় , বৃহত্তর অর্থে এই বিশেষ দিনটি আসলে মানুষে মানুষে পারস্পরিক ভালোবাসার বার্তা বহন করে । বেঁচে থাকুক ভালোবাসা অনন্তকাল ।

আরও পড়ুন- স্বাস্থ্য পরিষেবার আরও উন্নয়নে হবে PHA-র জেলাভিত্তিক কমিটি: ঘোষণা সভাপতি শশীর

_

 

_

 

_

 

_

 

_

 

 

spot_img

Related articles

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...

প্রস্তুতি তুঙ্গে! সোমে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১৯ মে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এরপর সড়কপথে রওনা...

দলনেত্রী রাজ্যসভার সদস্য করতে চেয়েছিলেন: রাজ্য সভাপতি দ্বন্দ্বের জবাব কেষ্টর

তৃণমূল রাজ্য নেতৃত্ব প্রত্যেক সাংগঠনিক জেলার নেতৃত্ব নির্বাচন করেছেন। সেখানেই ২০২৬ নির্বাচনের আগে বিরোধীদের পায়ের তলার জমি সরে...

সিদ্ধি বিনায়কের পর ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে গৌতম গম্ভীর

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে আগামী ২০ জুন থেকে টেস্ট সিরিজে নামবে ভারত। তার আগে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের(Gautam...