Monday, August 25, 2025

প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের পরই রাজধানীতে সরকার গঠন করবে বিজেপি

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফর সেরে ফেরার পরই রাজধানীতে সরকার গঠন করবে বিজেপি।তাই ১৩ ফেব্রুয়ারির পর হবে দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ।জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত মেলেনি। দীর্ঘ ২৭ বছরের নির্বাসন কাটিয়ে রবিবার বিপুল ব্যবধানে জিতে দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৪৮টি জিতেছে পদ্ম শিবির। AAP-এর খাতায় গিয়েছে মাত্র ২২টি আসন। হেরে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়ার মতো নেতারা। কংগ্রেসের ঝুলি শূন্য।

মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা না করেই এ বারের দিল্লি নির্বাচনে জয় পেয়েছে বিজেপি (BJP)। তবে জয়ের পরই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে দলের অন্দরে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। পাঁচ জন গেরুয়া নেতা রয়েছেন মুখ্যমন্ত্রীর দৌড়ে। এর মধ্যে সবচেয়ে চর্চিত নাম পরবেশ বর্মা। অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে তিনি হয়ে উঠেছেন ‘জায়ান্ট কিলার’। নিউ দিল্লি আসনের এই জয়ী প্রার্থীই দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসুন, চাইছেন অধিকাংশ বিজেপি সমর্থক। এ ছাড়াও দৌড়ে রয়েছেন দিল্লির প্রাক্তন বিরোধী দলনেতা বীরেন্দ্র গুপ্তা, প্রাক্তন রাজ্য সভাপতি এবং ব্রাহ্মণ মুখ সতীশ উপাধ্যায়, দিল্লি বিজেপি-র সাধারণ সম্পাদক আশিস সুদ এবং RSS সমর্থিত বৈষ্য গোষ্ঠীর জিতেন্দ্র মহাজন।

গত ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এক মাসের মধ্যেই আমেরিকায় সরকারি সফরে যাচ্ছেন মোদি। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সেখানে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক করার কথা। তার পরে মোদি দিল্লি ফিরে এলে সম্ভবত আয়োজন করা হবে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান।আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি আমেরিকা সফরে থাকবেন মোদি। গুরুত্বপূর্ণ এই সফর শেষ করে প্রধানমন্ত্রী দেশে না ফেরা পর্যন্ত দিল্লির সরকার গঠনের প্রক্রিয়া আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।
রবিবার সকাল ১১টা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন আতিশি। এ বার তাকে বিরোধী দলনেত্রীর ভূমিকায় দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে।বাকি রাজ্যের মতো দিল্লিতেও বিধানসভা নির্বাচনে প্রচারের নেতৃত্বে ছিলেন মোদি। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মাও জয়ের কৃতিত্ব দিয়েছেন মোদিকেই।

জানা গিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী-সহ এনডিএর শীর্ষনেতারা উপস্থিত থাকতে পারেন। ১৯৯৮ সাল থেকে দিল্লি বিধানসভা আর দখল করতে পারেনি বিজেপি। এ বার সেই বিধানসভা দখল করার পরে ঘটা করেই শপথগ্রহণ অনুষ্ঠান করতে চাইছে তারা।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version