Tuesday, November 11, 2025

সুপ্রিম-নির্দেশ ভেঙে EVM-এর তথ্য মুছেছে কমিশন! কড়া নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ইভিএম-এর (EVM) তথ্য যাচাই করার। তার জন্য ডাকার কথা ছিল কোনও নিরপেক্ষ ইঞ্জিনিয়ারকে। অথচ সেই নির্দেশ ভেঙেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শেষ করে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। কমিশনের পদক্ষেপে কার্যত অবাক প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjeev Khanna) ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। কোনওভাবেই তথ্য মোছা বা নতুন তথ্য যোগ করা যাবে না যাচাই করার সময়, স্পষ্ট নির্দেশ আদালতের।

নির্বাচনে ইভিএম কারচুপির (EVM tampering) অভিযোগের শুনানিতে মঙ্গলবার অভিযোগকারী এডিআর-এর (ADR) পক্ষ থেকে অভিযোগ করা হয় ২০২৪ সালের এপ্রিল মাসের সুপ্রিম কোর্টের (Supreme Court) তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ অমান্য করা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য যাচাই প্রক্রিয়ায়। সেই অভিযোগের শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট প্রশ্ন করে, কেন মুছে ফেললেন তথ্য?

প্রধান বিচারপতি এদিন মামলার পর্যবেক্ষণে জানান, আদালতের উদ্দেশ্য ছিল একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। যিনি নির্বাচন শেষ হওয়ার পরে কোনও প্রশ্ন উঠলে তথ্য সহ জানাবেন কোনও তথ্য বিকৃতি (tampering) হয়নি বা মেমরি ও মাইক্রো-চিপ থেকে কোনও তথ্য (burn) নষ্ট করা হয়নি। এটাই নির্দেশ ছিল। তাহলে কেন তথ্য মোছা হল? নির্বাচন কমিশনের (ECI) কাছে আমরা এত বিস্তারিত পদ্ধতি চাইনি। কোনও তথ্য মুছবেন (delete) না বা কোনও তথ্য যোগ করবেন না, স্পষ্ট নির্দেশ প্রধান বিচারপতির।

সেই সঙ্গে শীর্ষ আদালত প্রশ্ন তোলে নির্বাচন কমিশনের ইভিএম (EVM) যাচাইয়ের খরচ নিয়েও। কমিশনের (ECI) তথ্য অনুযায়ী ৪০ হাজার টাকা খরচ হয়েছে এই প্রক্রিয়ায়। কেন এত বেশি খরচ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...