Monday, May 5, 2025

স্বপ্নপূরণ হল! ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ নিয়ে উচ্ছ্বসিত সাংসদ দেব

Date:

কেন্দ্রের কাছে দীর্ঘ বছর ধরে দাবি জানিয়েও মেলেনি ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা। রাজ্য সরকার নিজেরাই সেই টাকা দেবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, রাজ্য বাজেটে (State Budget) ঘাটাল সেই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এরপরেই কার্যত বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন ঘাটালের তিনবারের সাংসদ দেব।

বুধবার বাজেটের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালের তিনবারের সাংসদ বলেন, ”আজ খুব আনন্দ হচ্ছে। স্বপ্নপূরণ হল বলে মনে হচ্ছে। আমি সেই ২০১৪ সাল থেকে এর জন্য লড়াই করে আসছি। ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ খুব জরুরি ছিল। অনেকরকম প্ল্যান তৈরি হয়েছে, কিন্তু কিছু কাজ হয়নি। তবে দিদি বলেছিলেন, কাজটা রাজ্য সরকার করবে। আজ অর্থ বরাদ্দ ঘোষণা হল। খুব ভালো লাগছে।”

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বছরের পর বছর ধরে কেন্দ্রের কাছে দরবার করে আসছে রাজ্য। দিল্লি থেকে বাংলা- বদলে গিয়েছে সরকার। কিন্তু বরাদ্দ হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। তিতিবিরক্ত হয়ে নিজেই সেই দায়িত্ব কাঁধে তুলে নেন মুখ্যমন্ত্রী মমতা। ঘোষণা করেন, রাজ্যই করবে ঘাটাল মাস্টার প্ল্যান। সেই মতো কাজও শুরু হয়েছে। এবার তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে সেই প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এদিন বিধানসভায় বাজেট পেশ করে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, দু-বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ হবে। এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।

আরও পড়ুন- State Budget: বাংলার লক্ষ্য গ্রামোন্নয়ন: কর্মসংস্থান থেকে চাশ্রমিকদের নতুন দিশা বাজেটে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version