ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরই পিটারসনকে বিশেষ উপহার কোহলির

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে জয়ের পর পিটারসনের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় কোহলিকে।

সম্প্রতি শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ । এই সিরিজে ইংরেজদের হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল। তিন ম্যাচের সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আর সিরিজেই ধারাভাষ্য দিতে এসছিলেন প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন। সিরিজ জয়ে পর সেই পিটারসনের হাতে উপহার তুলে দেন বিরাট কোহলি। যেই কথা নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে জয়ের পর পিটারসনের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় কোহলিকে। সেই সময় একটি জার্সি উপহার দেন বিরাট। যদিও সেটা পিটারসনের জন্য নয়, তার ছেলে ডিলানকে। ডিলানকে সই করা জার্সি দেন বিরাট। কোহলি খেলা পছন্দ করে ডিলান। অন্যতম পছন্দের ক্রিকেটার। এদিকে বিরাটের থেকে পাওয়া জার্সি পেয়েই তা পরে ছবি তুলেছেন ডিলান। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন পিটারসন। সেই সঙ্গে কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন পিটারসন।

ডিলান চিত্রগ্রাহক। বন্য জন্তুর ছবি তুলতে ভালবাসেন তিনি। তবে ক্রিকেটেও আগ্রহ রয়েছে ডিলানের। কোহলি তাঁর অন্যতম পছন্দের ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলেননি কোহলি। দ্বিতীয় ম্যাচে খেললেও রান পাননি। তৃতীয় ম্যাচে আহমদাবাদে ৫২ রান করেন কোহলি।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে ট্রফি নিতেই ভুলে গেলেন রোহিত-বিরাটরা, হাসির রোল নেটদুনিয়ায়