ভ্যালেন্টাইন্স ডে -তে আইএএস-কর্তার প্রেমকাহিনি ভাইরাল !

ধীরে ধীরে একে অপরের বন্ধু হয়ে ওঠেন সঞ্জয়-বিজয়লক্ষ্মী

অনেকভাবেই জীবনসঙ্গীর সঙ্গে দেখা হয়। কিন্তু আইএএস অফিসার সঞ্জয় খত্রী যাকে বিয়ে করেছেন, তিনি  তার কাছে এসেছিলেন একটি বিষয় নিয়ে অভিযোগ জানাতে। পরে অভিযোগকারিণীকেই মন দিয়ে ফেলেন তিনি।

সঞ্জয় ২০১০ ব্যাচের আইএএস অফিসার। ২০১৭ সালে বিজয়লক্ষ্মীকে বিয়ে করেন তিনি। কিন্তু কী করে আলাপ হয় সঞ্জয় এবং বিজয়লক্ষ্মীর? জানা গিয়েছে, এই যুগলের প্রেম হয় উত্তরপ্রদেশের গাজিপুরে। সঞ্জয় তখন গাজিপুরের জেলাশাসক। তিনি জেলাশাসক থাকাকালীন একটি ‘জন সংবাদ’ এর আয়োজন করা হয়। সেখানেই একটি বিষয়ে অভিযোগ জানাতে এসেছিলেন বিজয়লক্ষ্মী। তাকে দেখেই চমকে যান সঞ্জয়। আসলে দিল্লিতে ইউপিএসসি পরীক্ষার প্রশিক্ষণ একসঙ্গেই নিয়েছিলেন সঞ্জয় এবং বিজয়লক্ষ্মী। তবে বিশেষ কিছু কারণে দিল্লিতে তাদের বন্ধুত্ব গড়ে ওঠেনি।

দিল্লিতে একসঙ্গেই ইউপিএসসির প্রস্তুতি নিয়েছিলেন সঞ্জয় এবং বিজয়লক্ষ্মী। মুখ চেনা হলেও দু’জনের সে ভাবে কথা হয়নি কোনও দিন।
২০১৭ সালে জেলাশাসক হয়ে গাজিপুর আসেন সঞ্জয়। বিজয়লক্ষ্মী যখন তার কাছে অভিযোগ নিয়ে আসেন, তখন তারা একে অপরকে চিনতে পারেন। বিজয়লক্ষ্মীর অভিযোগ মন দিয়ে শোনেন সঞ্জয়। সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন। ধীরে ধীরে একে অপরের বন্ধু হয়ে ওঠেন সঞ্জয়-বিজয়লক্ষ্মী।

সঞ্জয় এবং বিজয়লক্ষ্মীর বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। বিয়ে করার সিদ্ধান্তও নেন তারা। দুই পরিবারকেও রাজি করান। ২০১৭ সালের ১৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠান করে তাদের চার হাত এক হয়। শুক্রবার প্রেম দিবস। ভ্যালেন্টাইন্স ডে -তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সঞ্জয়-বিজয়লক্ষ্মীর প্রেমকাহিনি।